মাহমুদুল হাসান চৌহালী( সিরাজগঞ্জ) থেকে:১১ মার্চ-ে২০১৯,সোমবার।
প্রথম ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে আ’লীগের বিজয়ী নির্বাচিতরা হলেন, উপজেলায় চেয়ারম্যান ফারুক সরকার,ভাইস চেয়ারম্যান মোল্লা বাবুল আক্তার ও মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন আক্তার।
উপজেলা আ’লীগ সাধারণ সম্পাদক চেয়ারম্যান পদে ফারুক সরকার (নৌকা) ৩৪৯৩৮ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হন,তার নিকটতম প্রতিদন্দী মেজর মামুন(দোয়াত-কলম) ৯৭৬৮ভোট পান, ভাইস চেয়ারম্যান পদে মোল্লা বাবুল আক্তার(মাইক)২০০৫৩ভোট পান, তার নিকটত প্রতিদন্দী রেজাউল করিম(চশমা)৯৯৭০ভোট পান, মহিলা ভাইস চেয়ারম্যান পদে নাসরিন আক্তার(হাঁস)১৫২১৯ভোট পান, তার নিকটতম প্রতিদন্দী রুমানা পারভীন(কলস)পান ১৪৫৬৭ভোট।
ফারুক সরকার বলেন, ভাসমান উপজেলাকে তার পুর্ণতা ফিরে পেতে ও ডিজিটাল উপজেলা স্থাপনে এবং এলাকা বাসির দাবি পূরণে তিনি উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে অংশ নেন। ভোট উৎসবে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগের মধ্য দিয়ে যোগ্য ও উন্নয়নের প্রার্থীকে বেছে নেন। শহরের সুবিধা গ্রামে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে দল নৌকার মাঝি করেছিলেন জনগনও তাদের প্রতিশ্রæতি রক্ষা করেছে। তিনি জানান আমি নির্বাচিত হয়েছি এখন আমার প্রতিশ্রæতি রক্ষা করার পালা। কৃষি শিক্ষা সাংস্কৃতিক ও যমুনা নদীর ভাঙ্গন করলিত এলাকায় স্থায়ীভাবে ভাঙ্গন রোধ, উপজেলা হবে ডিজিটাল সবইকে অতিতের গøানী মুছে ফেলে চৌহালীর উন্নয়নে আমাকে সহযোগিতা করার প্রত্যাশা আহবান জানান।
কালের কাগজ/প্রতিনিধি/জা.উ.ভি