এবার জাতীয় পার্টির প্রধান বিরোধী দলের উপনেতার পদ থেকে জিএম কাদেরকে অপসারণ করা হয়েছে।
তার স্থলাভিষিক্ত করা হয়েছে রওশন এরশাদকে।
এর আগে শুক্রবার জাতীয় পার্টির কো-চেয়ারম্যান পদ থেকে জিএম কাদেরকে অব্যাহতি দেয়া হয়।
আজ শনিবার গণমাধ্যমে পাঠানো এইচএম এরশাদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পার্টির গণতন্ত্রের ২০/১/ক ধারা মোতাবেক এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য স্পিকারকে অবহিত করা হয়েছে।