আবুল হোসেন গোয়ালন্দ(রাজবাড়ী) প্রতিনিধি:০৯ ফেরুয়ারী-২০২০,রবিবার।
চারদিকে সাজ সাজ রব। সারিবদ্ধ লাইন। ভোটাররা সাত সকালেই চলে এসেছে পছন্দের প্রার্থীকে ভোট দিতে। যথারীতি অস্ত্রধারী আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিরাপত্তার স্বার্থে সদা প্রস্তুত। ভিতরে চলছে ভোট প্রদান। এক ধরনের উৎসব মুখর পরিবেশে চলছে ভোট প্রদান।
বলছি রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাটে অবস্থিত শেখ আনছার আলী একাডেমীর স্টুডেন্টস কাউন্সিলের কথা। গতকাল রোববার বিদ্যালয়টির বার্ষিক স্টুডেন্টস কাউন্সিল অনুষ্ঠিত হয়। এ উপলক্ষ্যে জাতীয় বা স্থানীয় সরকার নির্বাচনের সকল নিয়ম কানুন অনুসরণ করা হয়। বরং তাদের থেকে এ নির্বাচনের পরিবেশ ছিল খুবই শান্ত এবং সুষ্ঠ।
গতকাল বেলা এগারটার দিকে বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, বিদ্যালয়ের সামনে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে রয়েছে ক্ষুধে ভোটররা। এক সারিতে পুরুষ ভোটারগন। অন্য সারিতে নারী ভোটারগন। তাদের সামনে বিদ্যালয়ের প্রবেশ পথের সামনে দুই লাইনে খেলনা অস্ত্র হাতে ও বুকে ঝুলিয়ে দাঁড়িয়ে আছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এর মাঝে কেউবা সেজেছে পুলিশ বাহিনীর সদস্য। আবার কেউ চোখে কালো চশমা নিয়ে সেজেছে র্যাপিট এ্যাকশন ব্যাটিলিয়ন (র্যাব) সদস্য হিসেবে। ভিতরে এক পাশে নারী ভোটারদের চিহিৃত করে হাতে ব্যালট পেপার দিয়ে দেওয়া হচ্ছে। আরেক পাশে পুরুষ ভোটারদের ব্যালট পেপার দিয়ে দেওয়া হচ্ছে। তার একটু দূরেই কাপড় দিয়ে ঢেকে রাখা হয়েছে গোপন ভোট কক্ষ হিসেবে বুথ। পছন্দের প্রার্থীকে ভোট প্রদান করে স্বচ্ছ বাক্সে ব্যালট পেপার ফেলা হচ্ছে। এভাবে গোটা ভোট প্রদানের আয়োজন চলছে।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক হানিফ সংক্ষেপ জানান, ভোটারদের ভোটে একজন পরিবেশ সংরক্ষণ মন্ত্রী, একজন শিক্ষা মন্ত্রী, স্বাস্থ্য মন্ত্রী, ক্রীড়া ও সংস্কৃতি মন্ত্রী, পানি সম্পদ মন্ত্রী, বৃক্ষ রোপন ও বাগান তৈরী মন্ত্রী, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী, ধর্ম মন্ত্রী, অভ্যার্থনা ও আপ্যায়ন বিষয়ক মন্ত্রী পদে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। মোট ১৫৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করছে। এর মধ্যে নারী ভোটার সংখ্যা বেশি। নারী ভোটার রয়েছে ৭৯ জন এবং পুরুষ ভোটার সংখ্যা ৭৫ জন।
নির্বাচনে রিটার্নিং অফিসার দায়িত্ব পালন করছে বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী আফিয়া আফরোজ রোজবা জানায়, আমরা একটি সুষ্ঠ ও সুন্দর পরিবেশে নিরপেক্ষ নির্বাচন পরিচালনা করছি। বড়দের নির্বাচন দেখে আমাদের যেভাবে নির্দেশনা দেওয়া হয়েছে, ঠিক সেভাবেই করেছি। পরিবেশটা খুব সুন্দর ও গোছালো ছিল। কোথাও কোন কারচুপি হয়নি।
বিদ্যালয়ের নির্বাচন দেখতে আসা অভিভাবক আবুল হোসেন বলেন, আমরা জাতীয় বা স্থানীয় সরকারের নির্বাচন দেখেছি। বরং বলতে পারি তাদের থেকে এ নির্বাচনের পরিবেশ অনেক সুন্দর ছিল। এভাবেই যদি গনতান্ত্রিক পদ্ধতি মেনে জাতীয় বা স্থানীয় সরকারের নির্বাচন হতো তাহলে কতই না ভালো হতো। আমরা এদের থেকেও অনেক কিছু শিখতে পারি।
শেখ আনসার আলী একাডেমীর প্রধান শিক্ষক শেখ আব্দুল হাকিম বলেন, তৃতীয় শ্রেনী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের পাঠদান হয়। সম্প্রতি স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন যথা সময়ে করতে পারিনি। পরিচালনা পরিষদের সিদ্ধান্ত মতে আমরা এখন স্টুডেন্ট কাউন্সিল সম্পন্ন করছি। নির্বাচনে মোট ১৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করে ৯ জন বিজয়ী হয়। এর মধ্যে ১১৪ ভোট পেয়ে সপ্তম শ্রেণীর ছাত্রী আকলিমা আক্তার প্রথম, ১০৭ ভোট পেয়ে অষ্টম শ্রেনীর ছাত্র আমিনুল ইসলাম আকাশ দ্বিতীয় এবং তৃতীয় হয়েছে পঞ্চম শ্রেনীর ছাত্র আবু হানিফ।
কালের কাগজ/প্রতিনিধি/জা.উ.ভি
#