নিজস্ব প্রতিবেদক:১১এপ্রিল -২০১৯,বৃহস্পতিবার।
রাজধানীর বনানীতে এফআর টাওয়ারে অগ্নিকাণ্ডের মামলায় ভবনটির বর্ধিত অংশের মালিক তাসভির উল ইসলামের জামিন মঞ্জুর করেছেন আদালত।
বৃহস্পতিবার শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম তোফাজ্জল হোসেন জামিনের এ আদেশ দেন।
তাসভির উল ইসলামের পক্ষে ছিলেন আইনজীবী ঢাকা মহানগরীর সাবেক পাবলিক প্রসিকিউটর এহেসানুল হক সামাজী।
এর আগে গত ৮ এপ্রিল ৭ দিনের রিমান্ড শেষে বিএনপি নেতা তাসভির উল ইসলাম ও ভবনের জমির মালিক
প্রকৌশলী এসএমএইচআই ফারুককে রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছেন আদালত।
উল্লেখ্য, গত ২৮ মার্চ বনানীর কামাল আতাতুর্ক অ্যাভিনিউয়ের পাশের ১৭ নম্বর সড়কে ফারুক রূপায়ন (এফআর) টাওয়ারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২৫ জন মারা যান। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আরো একজন।
নকশাবহির্ভূত ভবনের ১৯ তলা থেকে ২৩ তলা পর্যন্ত বর্ধিত অংশের মালিক বিএনপি নেতা তাসভির উল ইসলাম এবং ভবনের জমির মালিক প্রকৌশলী এসএমএইচআই ফারুক।