কামরুল হাসান জুয়েল ফরিদপুর থেকে: ০৪ ফেব্রুয়ারি-২০২০,মঙ্গলবার।
ফরিদপুরে এসএসসির প্রশ্নপত্র ফাঁস করে সরবরাহের নামে প্রতারণা করে মোটা অংকের টাকা হাতিয়ে নেওয়ার অপরাধে আরও এক কিশোরকে আটক করেছে র্যাব। আটক ওই কিশোরের নাম খন্দকার আশরাফুল জান্নাহ (১৭)। সে শহরের ভাটি লক্ষ্মীপুর মহল্লার খন্দকার আমিনুর রহমানের ছেলে। র্যাব-৮ এর কোম্পানি অধিনায়ক সোয়েব আহমেদ খান জানান, সোমবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাতে তাকে লক্ষ্মীপুর মহল্লা থেকে আটক করা হয়। তিনি জানান, আটক ওই কিশোর ফেসবুক আইডি এবং ম্যাসেঞ্জারের মাধ্যমে এসএসসি পরীক্ষাসহ বিভিন্ন পাবলিক পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র সরবরাহ করতো। এ জন্য সে অনলাইনভিত্তিক বেশ কয়েকটি ফেসবুক গ্রুপে প্রচারণা চালায়। চলমান এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র সরবরাহের আশ্বাস দিয়ে সে অনেকের নিকট হতে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে যে, সে ভুয়া প্রশ্নপত্র ফাঁস চক্রের সাথে জড়িত। এ ঘটনায় কোতোয়ালি থানায় পাবলিক পরীক্ষা (অপরাধ) আইন ১৯৮০ এর ৪(ক) /৪(খ) ধারায় মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি। এর আগে রবিবার (২ ফেব্রুয়ারি) দিবাগত রাতে বোয়ালমারী উপজেলা থেকে একই অভিযোগে আরেক যুবককে আটক করা হয়।