
আবুল হোসেন রাজবাড়ী প্রতিনিধি :২৫ জুন-২০২২,শনিবার।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা কতৃক ঐতিহাসিক পদ্মা সেতুর শুভ উদ্বোধন উপলক্ষে গোয়ালন্দের দৌলতদিয়ায় আনন্দ ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৫ জুন) বিকেলে বাংলাদেশ আওয়ামী মটর চালক লীগ রাজবাড়ী জেলা শাখার আয়োজনে উপজেলার দৌলতদিয়া রেল স্টেশন সংলগ্ন দৌলতদিয়া কেন্দ্রীয় শহীদ মিনার চত্তরে এ আনন্দ ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়।
রাজবাড়ী জেলা আওয়ামী মটর চালক লীগ রাজবাড়ী জেলা শাখার সভাপতি তোফাজ্জেল হোসেন তপু’র সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী মটর চালক লীগ রাজবাড়ী জেলা শাখার সাধারণ সম্পাদক মো. মতিন বেপারী, সহ-সভাপতি মো. আবুল হোসেন মোল্লা, সাংগঠনিক সম্পাদক মো. শাহিন শেখ, যুগ্নসাধারন সম্পাদক হাজী বাবু, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ন-সাধারন সম্পাদক হাবিব রেজা টুটুল, দৌলতদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মো. আমজাদ মন্ডল প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক মো. নজরুল ইসলাম বাবু।