আব্দুস সামাদ আজাদ, মৌলভীবাজার প্রতিনিধি -ঃ০৩ ফেরুয়ারী-২০২০,সোমবার।
মৌলভীবাজারের কুলাউড়ার হাজীপুর ইউনিয়নের বিলেরপার গ্রামের লিয়াকত আলী (৩৪) ওমানে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। বোববার (২ ফেব্রুয়ারি) বিকেলে কাজ শেষে রুমে ফেরার পথে আদম এলাকায় এ দুর্ঘটনা ঘটে। লিয়াকত বিলের পার গ্রামের মৃত মুসলিম আলী (মকু মিয়া)র তৃতীয় ছেলে।
জানা যায়,লিয়াকত মিযা ওমানের আদম এলাকায় টেক্সি গাড়ী এবং বাইসাইকেল দুর্ঘটনায় তিনি নিহত হন।
হাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল বাছিত বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের লাশ দেশে আনার প্রস্তুতি চলছে।৷ #####