কালের কাগজ ডেস্ক :০২ ডিসেম্বর,রবিবার । ।
টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে ২-০ তে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ। চট্টগ্রাম টেস্টে ৬৪ রানে জয়ের পর মিরপুরে জিতেছে ইনিংস ও ১৮৪ রানে। নিজেদের ইতিহাসে এই প্রথম ইনিংস ব্যবধানে জয় টাইগারদের।
টেস্ট সিরিজ জয়ের আনন্দের মাঝেই টাইগারদের ওয়ানডে সিরিজের জন্য তৈরি হতে হচ্ছে। ৯ ডিসেম্বর একই প্রতিপক্ষের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে টাইগারদের। যে সিরিজের জন্য রোববারই ওয়ানডে দলটাও ঘোষণা করা হয়েছে। তবে টেস্ট সিরিজের চেয়ে ওয়ানডে সিরিজ অনেক কঠিন হবে বলে মনে করেন সাকিব আল হাসান।
রোববার ক্যারিবীয়দের বিপক্ষে সিরিজ নিজেদের করে নেওয়ার পর ওয়ানডে সিরিজ প্রসঙ্গে সাকিব বলেন, ‘আমার কাছে মনে হয় ওয়ানডে অনেক কঠিন হবে। আমাদের ওভাবেই প্রস্তুতি নিতে হবে। যদিও আমরা ওয়ানডে খুবই ভালো খেলছি। কিন্তু আমরা বেশ ভালো একটা প্রতিপক্ষের সাথে তিনটা ওয়ানডে খেলবো। তো আমাদের বেস্ট ক্রিকেটটাই খেলতে হবে, যদি ভালো করতে হয়।
কালের কাগজ/প্রতিবেদক/জা.উ.ভি