এস.এম রুবেল আকন্দ:ত্রিশাল(ময়মনসিংহ):২০ মে-২০২২,শুক্রবার।
ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর ১২৩ তম জন্মবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় উদযাপন করার লক্ষ্যে। ত্রিশালে কবির বাল্য স্মৃতিবিজড়িত সরকারি নজরুল একাডেমী মাঠে পুরো দমে এগিয়ে চলছে প্যান্ডেলের কাজ। প্যান্ডেল দ্রুততম সময় সুন্দর ভাবে প্রতিষ্ঠা করতে সার্বক্ষণিক তদারকি ও পরিদর্শন করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আক্তারুজ্জামান। সবকিছু ঠিক থাকলে আগামী ২৫মে অন্যান্য বছরের মত নজরুল জন্মজয়ন্তী উদ্বোধন হবে বলে সকলের ধারণা। এ দিকে ত্রিশালে জাতীয় কবি নজরুলের জন্মবার্ষিকী পালনে ময়মনসিংহ জেলা প্রশাসক আলোচনা সভা করে জন্মবার্ষিকী উদযাপন কমিটি গঠন সহ অন্যান্য সকল প্রক্রিয়া সম্পৃন্ন করেছেন। স্থানীয় প্রশাসনের অক্লান্ত পরিশ্রমেসবার সাথে সমন্বয়ে কবির জন্মবার্ষিকী উৎসব পালনে দিবা-রাত্রী কাজ করে যাচ্ছেন।