Logo
ব্রেকিং :
নেত্রকোনায় বিজিবির গুলিতে এক চোরাকারবারী নিহত নেত্রকোনায় অসুস্থ্য আ’লীগ নেতার পাশে সাবেক সচিব বারহাট্রা স্বাস্থ্য কমপ্লেক্সে এনসিডি কর্নার উদ্ধোধন টাঙ্গাইলে সরকারি শিশু পরিবার বালিকায় এডভোকেট মামুনুর রশিদের ইফতার বিতরণ বিদ্যুৎ, গ্যাস’সহ দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতি ও ১০দফা দাবী বাস্তবায়নের লক্ষে টাঙ্গাইলে বিএনপির অবস্থান কর্মসূচী কেন্দুয়ায় চাঞ্চল্যকর কাঠমিস্ত্রি খুনের প্রধান আসামী র্যাবের হাতের গ্রেফতার গোয়ালন্দে জাটকা সংরক্ষণে পদ্মায় নৌ  র‍্যালী ও জেলেদের শপথ সার্ভিক্যাল রোগে আক্রান্ত সাদিয়ার চিকিৎসার দায়িত্ব নিলেন- দুর্জয় কেন্দুয়ায় হ্যান্ডট্রলির ধাক্কায় শিশুছাত্রের মৃত্যু দৌলতদিয়া পদ্মা নদীর তীর থেকে অজ্ঞাত যুবকের অর্ধ গলিত লাশ উদ্ধার
নোটিসঃ
সম্পাদক মন্ডলীর সভাপতি : আলহাজ্ব এ.এম নাঈমূর রহমান দূর্জয় ,সম্পাদক ও প্রকাশক মো: জালাল উদ্দিন ভিকু,সহ-মফস্বল সম্পাদক মো: জাহিদ হাসান হৃদয়

করোনা ঠেকাতে প্রধানমন্ত্রীর নেতৃত্বে ৫০০ সদস্যের কমিটি– সেতুমন্ত্রী

রিপোর্টার / ২২ বার
আপডেট সোমবার, ২৩ মার্চ, ২০২০

কালের কাগজ ডেস্ক:২৩ মার্চ -২০২০,সোমবার।

করোনাভাইরাসের প্রাদুর্ভাবরোধে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ৫০০ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটি করোনাভাইরাস মোকাবিলায় সর্বাত্মক কাজ করবে।

সোমবার সচিবালয়ে সমসাময়িক ইস্যু নিয়ে এক সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের একথা বলেন।

দেশ শাটডাউন কিংবা লকডাউন করা হচ্ছে কি না জানতে চাইলে কাদের বলেন, মাথা গরম করে কিংবা হুট করে কোনো সিদ্ধান্ত নেওয়া ঠিক নয়। পরিবেশ পরিস্থিতি বিবেচনা করে সিদ্ধান্ত নেয়া হবে। করোনাভাইরাসের এই বিপদের মুহূর্তে দেশ ও জাতিকে রক্ষায় দেশ শাটডাউন বলেন, লকডাউন বলেন, পরিস্থিতি দেখে যখন যে সিদ্ধান্ত নেওয়া দরকার, প্রধানমন্ত্রী সেই সিদ্ধান্তই নেবেন।

তিনি বলেন, আগামী ২৫ মার্চ (বুধবার) জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। করোনাভাইরাস মোকাবিলায় তিনি প্রয়োজনীয় দিক নির্দেশনা দেবেন।

চিকিৎসা উপকরণ নিয়ে দেশবাসীর উদ্বেগ প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, উদ্বেগ-আতঙ্কের কোনো কারণ নেই। সরঞ্জাম কম আছে, তাই বলে আমরা বসে নেই।

প্রয়োজনীয় চিকিৎসা উপকরণের ব্যবস্থা করা হচ্ছে। করোনাভাইরাস মোকাবিলায় যুদ্ধ পরিস্থিতি মনে করে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।

দলের নেতাকর্মীদের দেশবাসীর পাশে থাকার আহ্বান জানিয়ে কাদের বলেন, নেতাকর্মীদের বলা হয়েছে পরিস্থিতি মোকাবিলায় প্রশাসনকে, স্বাস্থ্যকর্মীদের সহায়তা করতে। জনগণের পাশে থাকতে। বিশেষ করে করোনা পরিস্থিতি নিয়ে গুজব ঠেকাতে সতর্ক থাকতে হবে।


এ জাতীয় আরো খবর
Tech Support By Nagorikit.Com