Logo
ব্রেকিং :
কেন্দুয়ায় হ্যান্ডট্রলির ধাক্কায় শিশুছাত্রের মৃত্যু দৌলতদিয়া পদ্মা নদীর তীর থেকে অজ্ঞাত যুবকের অর্ধ গলিত লাশ উদ্ধার ভাইরাল কিংবা ভিউয়ের জন্য গান করি না— ক্লোজআপ ওয়ান তারকা সাজু এটি প্রথম আলোর ষড়যন্ত্র: হানিফ প্রতিনিয়ত পত্রিকাটি মিথ্যা সংবাদ প্রকাশ করছে : বিপ্লব বড়ুয়া ডিজিটাল নিরাপত্তা আইনে আটক সাংবাদিকদের মুক্তির দাবিতে মানিকগঞ্জে মানববন্ধন নেত্রকোনায় ত্রান ও পুর্নবাসন শাখার আয়োজনে কর্মশালা নতুন শিক্ষাক্রম যথাযথভাবে বাস্তবায়ন করতে হবে -অঞ্জনা খান মজলিশ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে নেত্রকোনা জেলা আ’লীগ সভাপতি-সম্পাদকের সৌজন্য স্বাক্ষাত প্রশিক্ষণের মধ্যে দিয়ে পেশাগত দক্ষতার বিকাশ ঘটে –নড়াইল পুলিশ সুপার সাদিরা খাতুন
নোটিসঃ
সম্পাদক মন্ডলীর সভাপতি : আলহাজ্ব এ.এম নাঈমূর রহমান দূর্জয় ,সম্পাদক ও প্রকাশক মো: জালাল উদ্দিন ভিকু,সহ-মফস্বল সম্পাদক মো: জাহিদ হাসান হৃদয়

করোনাভাইরাস ঠেকাতে মৌলভীবাজারে সিমান্তে চেকপোস্ট পয়েন্টে মেডিক্যাল টিম

রিপোর্টার / ২০ বার
আপডেট মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০২০

আব্দুস সামাদ আজাদ,  মৌলভীবাজার প্রতিনিধি :০৪ ফেরুয়ারী-২০২০,মঙ্গলবার।
দেশে করোনাভাইরাস নিয়ে দেশে কেউ যাতে প্রবেশ করতে না পারে সেজন্য মৌলভীবাজারের কমলগঞ্জ, কুলাউড়াসহ তিনটি চেকপোস্ট পয়েন্টে মেডিক্যাল টিম গঠন করা হয়েছে। কুরমা, ফুলতলা ও চাতলাপুর চেকপোস্টে করোনাভাইরাস নিয়ন্ত্রণে মেডিক্যাল টিম সকাল হতে বিকাল পর্যন্ত আগতদের শরীরিক পরীক্ষা-নিরীক্ষা চালিয়ে যাচ্ছে।

যদিও করোনাভাইরাস আক্রান্ত কোনো ব্যক্তিকে এখন পর্যন্ত পাওয়া যায়নি। গত ২৮ জানুয়ারি থেকে সার্বক্ষণিকভাবে একজন মেডিক্যাল অফিসারের নেতৃত্বে টিম কাজ করছে।

স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা গেছে, সরকারের নির্দেশনা পাওয়ার সঙ্গে সঙ্গে করোনাভাইরাস নিয়ন্ত্রণে কমলগঞ্জ উপজেলার কুরমা, কুলাউড়া উপজেলার ফুলতলা, চাতলাপুর চেকপোস্টেও মেডিক্যাল টিম ভারত থেকে আসা যাত্রীদের পরীক্ষা-নিরীক্ষা শুরু করেছে। এ পর্যন্ত চাতলাপুর চেকপোস্ট দিয়ে ১৫৮ জন যাত্রী ভারত ও বাংলাদেশে আসা-যাওয়া করেন। আর ভারত থেকে আসা ২০ জন ভারতীয় যাত্রীর পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে।

কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহবুবুল আলম ভুইয়া জানান, কমলগঞ্জ উপজেলায় করোনাভাইরাস রোধে ৩ সদস্য বিশিষ্ট মেডিক্যাল টিম গঠন করা হয়েছে। কুরমা চেকপোস্টের একজন মেডিক্যাল অফিসারের নেতৃত্বে একটি টিম কাজ করছে। এ রোগে সন্দেহজনক কোনো রোগী পাওয়া যায়নি।

কুলাউড়া চাতলাপুর চেকপোস্টের ইমিগ্রেশন অফিসার উপ-পরিদর্শক মো. জামাল আহমদ বলেন, ভারত থেকে আসা যাত্রীদের প্রতি আমরা খুব সতর্ক। বাংলাদেশ থেকে যারা ভারতে যায় তাদের সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হচ্ছে।

মৌলভীবাজার সিভিল সার্জন ডা. মো. শাহজাহান কবীর চৌধুরী বলেন, জেলা সদরসহ ৭টি উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্সে দুটি করে বেড প্রস্তুত রয়েছে। আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে আছি।

 


এ জাতীয় আরো খবর
Tech Support By Nagorikit.Com