নওগাঁ প্রতিনিধি:০৮ মে, ২০২০,শুক্রবার।
নওগাঁর বদলগাছীতে আক্কাছ আলী (২৪) নামে এক পোশাকশ্রমিক করোনাভাইরাসে হয়েছেন। তার করোনা রিপোর্ট পজেটিভ আসার পর স্ত্রী পালিয়ে বাবার বাড়ি চলে গেছেন। আক্কাছ আলী গাজীপুরের একটি পোশাক কারখানায় কাজ করতেন।
জানা গেছে, গতকাল বৃহস্পতিবার জেলা করোনা কন্ট্রোল রুম থেকে জানানো হয় তার করোনা পজেটিভ এসেছে। এ নিয়ে এলাকায় আলোড়ন সৃষ্টি হলে আক্কাছের স্ত্রী পারভীন আক্তার পালিয়ে বাবার বাড়ি উপজেলা সদর ইউপির ভাতশাইল গ্রামে চলে যান।
এলাকাবাসী জানান, আক্কাছ ঢাকা থেকে আসার পরপরই শরীরে ৫-৬ দিন ধরে জ্বর ও কাঁশি দেখা দিয়েছিলো।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. কানিস ফারহানা বলেন, ৩০ এপ্রিল তার নমুনা পাঠানো হয়েছিলো। তার রিপোর্ট পজেটিভ এসেছে তবে শারীরিক অবস্থা ভালো।