আব্দুস সামাদ আজাদ, মৌলভীবাজার প্রতিনিধিঃ ১৪ এপ্রিল-২০২০,মঙ্গলবার।
মিনিবাস মালিক সমিতির চেয়ারম্যান ও মৌলভীবাজার জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সৈয়দ মফচ্ছিল আলী করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে বলে জেলা মালিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রশিদ মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন।
গতকাল সোমবার (১৩ এপ্রি) সন্ধ্যায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে তিনি মারা য়ান । পর আলামত উদ্ধার করে চিকিৎসকরা রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পাঠালে আজ মঙ্গলবার করোনা পজিটিভি শনাক্ত হয়।
মৃত্যুকালে তার বয়স হয়েছিলো আনুমানিক ৫৮ বছর। তিনি স্ত্রী, ১ ছেলেসহ ভাই-বোন, অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। একমাত্র ছেলে ব্যারিস্টার সৈয়দ নাসিফ আলী হাইকোর্টে আইন পেশায় যুক্ত । তার গ্রামের বাড়ি শহরতলীর ঢেউপাশা গ্রামে। মৌলভীবাজার শহরের ইসলামবাগ (মোস্তফাপুর) এলাকায় তিনি বসবাস করতেন।
এছাড়া রাজধানীর গুলশানেও বসবাস করতেন সৈয়দ মফচ্ছিল আলী।
মৌলভীবাজারের সিভিল সার্জন ডা.তৌউহিদ আহমদ জানান,তার গাড়িচালক, বাসার মানুষ ও সংস্পর্শে থাকা লোকজনকে হোম কোয়ারেন্টিনে নেওয়ার জন্য বলা হয়েছে এবং তার বাড়ি লকডাউন করার কথা বলা হয়েছে।