মানিকগঞ্জ প্রতিনিধি:৩০ মার্চ-২০২০,সোমবার।
করোনা পরিস্থিতি মোকাবেলায় মানিকগঞ্জ জেলা দুর্যোগ ব্যবস্থাপনা তহবিলে ৫ লাখ টাকা অনুদান দিয়েছে স্পেক্ট্রা হেক্সা ফিডস লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান।আজ (সোমবার)সকালে জেলা প্রশাসক এস এম ফেরদৌসের হাতে ওই অনুদানের চেক তুলে দেন প্রতিষ্ঠানের প্রতিনিধি আকতারুজ্জামান খান মাসুম।
জেলা প্রশাসক এস এম ফেরদৌস বলেন, করোনা পরিস্থিতি মোকাবেলায় তার উদ্যোগে গঠিত হয়েছে ‘জেলা দুর্যোগ ব্যবস্থাপনা তহবিল’। ওই তহবিলে সহায়তা করার জন্য জেলার দানবীর, বিত্তবান ও জনহিতৈষীদের প্রতি আহ্বান জানিয়েছিলেন তিনি। সেই আহবানে সাড়া দিয়ে অনেকেই সহায়তা দিতে শুরু করেছেন।
তিনি বলেন, সরকারের একার পক্ষে শতভাগ সহায়তা দেওয়া সম্ভব নয়। একারণেই তিনি এই তহবিল গঠন করেছেন। যাতে সরকারী বরাদ্দের পাশাপাশি এই তহবিল থেকে দু:স্থ মানুষকে সহায়তা দেওয়া যায়। ওই তহবিলে সহায়তা পাঠাতে পারেন যে কোন ব্যক্তি। হিসাব নং: ৪৫০৬২০২০০১৫০৮, সোনালী ব্যাংক, মানিকগঞ্জ শাখা।