Logo
ব্রেকিং :
দৌলতপুরে চকমিরপুর প্রিমিয়ার লীগ টি- ২০ ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধন নাগরপুর গণহত্যা দিবস উদযাপন নেত্রকোনায় জেলা প্রশাসনের বাজার মনিটরিং নেত্রকোনায় গনহত্যা দিবস পালিত চৌহালীতে হাজি আব্দুল মজিদ মন্ডল ফাউন্ডেশনের ইফতার  সামগ্রিক পেয়ে ভাঙ্গন কবলিত মানুষ খুব খুশি  নাগরপুরে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে খন্দকার আছাব মাহমুদ নেত্রকোনা মডেল থানা পুলিশের সহায়তায় ময়ের কোল ফিরে পেল জমজ শিশু নিম্নমানের খোয়ায় হচ্ছে ৬৪ লাখ টাকার সড়ক নির্মাণ, নীরব কর্তৃপক্ষ নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি মূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে জেলা প্রশাসকের মনিটরিং লিফলেট বিতরণ নাগরপুরে হাজী কল্যাণ মজলিসের মাহে রমজানের পবিত্রতা রক্ষার্থে শান্তিপূর্ণ র‍্যালি অনুষ্ঠিত 
নোটিসঃ
সম্পাদক মন্ডলীর সভাপতি : আলহাজ্ব এ.এম নাঈমূর রহমান দূর্জয় ,সম্পাদক ও প্রকাশক মো: জালাল উদ্দিন ভিকু,সহ-মফস্বল সম্পাদক মো: জাহিদ হাসান হৃদয়

করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধ চাতলাপুর স্থলবন্দর চেকপোষ্টে একটি মেডিকেল ক্যাম্প স্থাপন

রিপোর্টার / ১৮ বার
আপডেট বুধবার, ২৯ জানুয়ারী, ২০২০

আব্দুস সামাদ আজাদ৷, মৌলভীবাজার  প্রতিনিধি ঃঃ-২৯ জানুয়ারী-২০২০,বুধবার।

করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধ এবং তা নিয়ন্ত্রনের লক্ষে ২৮ জানুয়ারি মঙ্গলবার মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে চাতলাপুর স্থলবন্দর চেকপোষ্টে একটি মেডিকেল ক্যাম্প স্থাপন করা হয়েছে।
সম্প্রতি চীনসহ কিছু দেশে করোনা ভাইরাসের প্রার্দুভাব দেখা দিয়েছে। আর এ বিষয়টি নিয়ে মঙ্গলবার দুপুরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং চাতলাপুর ইমিগ্রেশন পুলিশের সাথে করোনা ভাইরাসের লক্ষণ ও সচেতনতার ব্যাপারে মতবিনিময় করেন কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ। এসময় মেডিকেল টিমের পক্ষে উপস্থিত ছিলেন, কুলাউড়া স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুরুল হক, মেডিকেল অফিসার ডা. মমতাজ খলিল মুন্নী, ডা. আতিক ইশরাক, স্বাস্থ্য সহকারী তাসলিমা বেগম, প্রদীপ কুমার সিংহ এবং সিএইচসিপি মুরাদ আহম্মেদ।
কুলাউড়া স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুরুল হক জানান, এ উপজেলার একমাত্র স্থল বন্দর চাতলাপুর দিয়ে চীন থেকে ভারত হয়ে আগত কোন যাত্রীর শরীরে ১০০ ডিগ্রি’র বেশি জ্বর, কাশি, কাশির সাথে শ্বাসকষ্ট, মাথাব্যথা থাকলে তাদেরকে স্ক্রিনিংয়ের আওতায় আনা হবে। ইমিগ্রেশন এলাকায় একজন উপ সহকারী স্বাস্থ্য কর্মকর্তা এবং একজন সিএইচসিপি সকাল থেকে বিকেল পর্যন্ত তদারকিতে থাকবেন। করোনা ভাইরাসের লক্ষন আছে এমন কোন যাত্রী পেলেই দ্রুতই তাকে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হবে।

কালের কাগজ/প্রতিনিধি/জা.উ.ভি


এ জাতীয় আরো খবর
Theme Created By ThemesDealer.Com