মানিকগঞ্জ প্রতিনিধি:0 ১ এপ্রিল-২০২০,বুধবার।
করেনার প্রভাবে কর্মহীন মানুষের পাশে দাঁড়িয়েছে মানিকগঞ্জ জেলার পুলিশ সুপার রিফাত রহমান শামীম পিপিএম। তার সরাসরি তত্বাবধানে জেলা পুলিশ এর উদ্যোগে আজ বুধবার দুটি উপজেলার ৫ শত কর্মহীন পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করা হয়।
জেলার শিবালয় থানা পুলিশ ৪ শত কর্মহীন পরিবারের মাঝে এবং হরিরামপুর থানা পুলিশ ১শত টি পরিবারের মাঝে খাদ্য সহায়তা সামগ্রী ( চাউল,ডাল,তেল, লবণ,আলু ও পেঁয়াজ) বিতরণ করা হয়।
এসময় শিবালয় থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান এবং হরিরামপুর থানার অফিসার ইনচার্জ মূঈদ চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।