মোঃ খান সোহেল নেএকোণা প্রতিনিধি :
১৯৭১ সনে ২৬ জুলাই উপজেলার নাজিরপুরের ভবানীপুর এলাকায় পাক-সেনাদের সঙ্গে মুক্তিবাহিনীর সম্মুখ যুদ্ধে ৭ জন শহীদ হন।নেত্রকোনার ডাঃ আব্দুল আজিজ, মোঃ ফজলুল হক, জামালপুরের মোঃ জামাল উদ্দিন ও মুক্তাগাছার মোঃ ইয়ার মাহমুদ, ভবতোষ চন্দ্র দাস, মোঃ নুরুজ্জামান এবং দ্বিজেন্দ্র চন্দ্র বিশ্বাস। তাদের স্মরণে প্রতি বছরের ন্যায় এবারও দিনটি যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। এ উপলক্ষে বন্যায় দুর্গত আশ্রায়হীন ১০ টি মুক্তিযোদ্ধা পরিবারকে আশ্রয়ের ব্যবস্থা করা হবে। এছাড়া সম্প্রতি ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্থ ২০০ টি পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হবে। উক্ত অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য মানু মজুমদার, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান খান শেফালী,নেত্রকোণা জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিস, নেত্রকোনা জেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক, বাবু প্রশান্ত কুমার রায়, জেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক ও পৌর মেয়র, বীর মুক্তিযোদ্ধা, আলহাজ্ব নজরুল ইসলাম খান , অতিরিক্ত পুলিশ সুপার মো: ফখরুজ্জামান জুয়েল, জেলা প্রেসক্লাবের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা, হায়দার জাহান চৌধুরী, কলমাকান্দা উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক তালুকদার, উপজেলা নির্বাহী অফিসার আবুল হাসেম, জেলা ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের নেতৃবৃন্দ এবং সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আওয়ামী লীগসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও প্রিন্ট, ইলেক্ট্রিক মিডিয়ার সাংবাদিকসহ এলাকার সুধীজন উপস্থিত থেকে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করেন।