ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:০ ১, ২০২০,শনিবার।
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বজ্রপাতে একই পরিবারের দুই নারী নিহত হয়েছে। শুক্রবার (০১ মে) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের কাজিয়াতুলি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন ওই গ্রামের সারোয়ার হোসেনের স্ত্রী খুকি আক্তার (২৫) এবং সারোয়ারের ভাই মনির হোসেনের স্ত্রী সুইটি আক্তার (৩০)।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কসবা উপজেলা নিবার্হী অফিসার মাসুদ উল আলম জানান, শুক্রবার বিকেল সাড়ে তিনটার দিকে গোপীনাথপুর ইউনিয়নের কাজিয়াতুলি গ্রামের দুই গৃহবধূ ঘরের বাহিরে খোলা আকাশের নিচে ধান সিদ্ধ করছিলেন। এ সময় হঠাৎ বজ্রপাতের ঘটনা ঘটলে ঘটনাস্থলেই দুই গৃহবধূ অচেতন হয়ে পরে। পরে তাদেরকে উদ্ধার করে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কসবা উপজেলা নিবার্হী অফিসার মাসুদ উল আলম বলেন, “খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। নিহত দু-জনের দাফনের জন্য তাদেরকে ২০ হাজার টাকা করে ৪০ হাজার টাকা সরকারি কোষাগার থেকে প্রদান করা হয়েছে।