Logo
নোটিসঃ
সম্পাদক মন্ডলীর সভাপতি : আলহাজ্ব এ.এম নাঈমূর রহমান দূর্জয় ,সম্পাদক ও প্রকাশক মো: জালাল উদ্দিন ভিকু,সহ-মফস্বল সম্পাদক মো: জাহিদ হাসান হৃদয়

কাউখালীতে জেপি প্রার্থী এলিজা সাঈদ চেয়ারম্যান নির্বাচিত

রিপোর্টার / ৩১ বার
আপডেট বৃহস্পতিবার, ২৫ জুলাই, ২০১৯

পিরোজপুর প্রতিনিধি ২৫ জুলাই, ২০১৯,বৃহস্পতিবার।

পিরোজপুরের কাউখালী উপজেলার ১নং সয়না রঘুনাথপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে জাতীয় পার্টির (জেপি) মনোনীত প্রার্থী এলিজা সাঈদ বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার অনুষ্ঠিত উপ-নির্বাচনে তিনি উপজেলার প্রথম ইউনিয়ন পরিষদের নারী চেয়ারম্যান নির্বাচিত হন। এলিজা সাঈদ সাইকেল প্রতীকে পেয়েছেন দুই হাজার ২৪৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী গিয়াস উদ্দিন পলাশ আনারস প্রতীকে পেয়েছেন এক হাজার ৭৩৪ ভোট।

বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টায় রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. মিজানুর রহমান এই ফলাফল ঘোষণা করেন।

এর আগে আইন-শৃঙ্খলা রক্ষাকারী কঠোর নিরাপত্তায় শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। পরে ভোট গণনা শেষে সন্ধ্যায় ফলাফল ঘোষণা করা হয়।

কালের কাগজ/প্রতিনিধি/জা.উ.ভি


এ জাতীয় আরো খবর
Theme Created By ThemesDealer.Com