আসাদুল্লাহ মাসুম, কাপাসিয়া(গাজীপুর) থেকে: ২০ ডিসেম্বর,বৃহস্পতিবার ।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-৪, কাপাসিয়া আসনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী সিমিন হোসেন রিমি’র পক্ষে সংবাদ সম্মেলন করেছেন উপজেলা আওয়ামীলীগ। ২০ ডিসেম্বর বেলা ১১ টায় দলীয় কর্যালয়ে সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সভাপতি মুহম্মদ শহীদুল্লাহ।
তিনি বলেন, সিমিন হোসেন রিমির প্রতি জনগণের ভালবাসা ও গণজোয়ার দেখে বিএনপি প্রার্থীর লোকজন প্রতিহিংসা পরায়ন হয়ে আমাদের উপর হামলা চালিয়ে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার পায়তারা করছে। অথচ আমরা কাপাসিয়ায় সহ অবস্থানে আছি। সকল দলের প্রার্থীগন নিবিঘেœ প্রচার প্রচারনা চালিয়ে যাচ্ছে কোথাও কোন অপ্রিতিকর ঘটনা ঘটেনি। গত ১৪ ডিসেম্বর জুময়ার নামাজের পূর্ব মুহুর্তে বিএনপির কতিপয় সন্ত্রাসী সিমিন হোসেন রিমির পূর্ব নির্ধারিত পথসভা এবং গণসংযোগে আতংক সৃষ্টি করে বাধাগ্রস্থ করার জন্য দুই দুই বার ককটেল বিস্ফোরণ ঘটায়। আমরা প্রতিটি ঘটনায় থানায় এবং সহকারি রিটারনিং অফিসারে কাছে অভিযোগ দিয়েছি।
কালের কাগজ/প্রতিনিধি/জা.উ.ভি