মুক্তার হাসান,টাঙ্গাইল প্রতিনিধি:১২ অক্টোবর-২০২২,বুধবার।
টাঙ্গাইলের কালিহাতীতে দীর্ঘ এক যুগ পর নতুন কমিটি ঘোষণা ছাড়াই উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২অক্টোবর) সকালে উপজেলা বিএনপির উদ্যোগে সহদেবপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাসুদুর রহমান বালার বাড়ির সামনে খোলা মাঠে এ সম্মেলনটি অনুষ্ঠিত হয়। এসময় সম্মেলনকে ঘিরে বিএনপির তৃণমূলের নেতাকর্মী ও সমর্থকদের মাঝে দেখা দেয় ব্যাপক উৎসাহ উদ্দীপনা। সকাল থেকে তাঁরা খন্ড খন্ড মিছিল নিয়ে সম্মেলনে যোগদান করতে থাকে। পরে নেতাকর্মীদের পদচারণায় সম্মেলনস্থল কানায় কানায় ভরে উঠে। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, টাঙ্গাইল জেলা বিএনপি প্রথম যুগ্ম আহবায়ক হাসানুজ্জামিল শাহীন। উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন, টাঙ্গাইল জেলা বিএনপি যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল। এসময় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, টাঙ্গাইল জেলা বিএনপি যুগ্ম আহবায়ক আতাউর রহমান জিন্নাহ। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহবায়ক আবুল কাশেম। এসময় উপজেলা বিএনপির আহবায়ক মজনু মিয়ার সভাপতিত্বে ও সদস্য সচিব রফিকুল ইসলাম ( ভিপি রফিক) এর সঞ্চালনায় সম্মেলনে অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন,কালিহাতী উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি নজরুল ইসলাম শোভা, সহদেবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হাবিবুর রহমান হবি, সহদেবপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাসুদুর রহমান বালা, পাইকড়া ইউনিয়ন বিএনপির সভাপতি তাইবুর রহমান তোতা, সাধারণ সম্পাদক জসিম খান প্রমুখ। সম্মেলনে প্রতিটি ইউনিয়ন বিএনপি ও ওয়ার্ড বিএনপির সভাপতি ও সম্পাদকসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, এর আগে কালিহাতী উপজেলা বিএনপির সম্মেলনের স্থান উপজেলার সল্লা বাজারে নির্ধারণ করা হয়েছিল। সেখানে সম্মেলনের প্যান্ডেলকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রæপে গত মঙ্গলবার বিকেলে বেনজির আহমেদ টিটু এবং শুকুর মাহমুদ সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। ওই ঘটনাকে কেন্দ্র করে বুধবার সকালে সহদেবপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাসুদুর রহমান বালার বাড়ির সামনে খোলা মাঠে নতুন কমিটি ঘোষণা ছাড়াই কালিহাতী উপজেলা বিএনপির সম্মেলনটি সম্পন্ন হয়। পরবরর্তীতে কালিহাতী উপজেলা বিএনপির নতুন কমিটি ঘোষণা করবে কেন্দ্রীয় কমিটি বলে জানান জেলা বিএনপির নেতৃবৃন্দরা।