টাঙ্গাইল প্রতিনিধি:২০ আগস্ট-২০২২,শনিবার।
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার ১নং দুর্গাপুর ইউনিয়নের পটল বাজারে আলহাজ্ব মুরাদ সিদ্দিকীর পথ সভা ও শুভেচ্ছা বিনিময় করেছেন। শুক্রবার (১৯ আগষ্ট) বিকালে কালিহাতী উপজেলার দুর্গাপুর ইউনিয়ন ও দশকিয়া ইউনিয়নের বিভিন্ন স্থানে নেতাকর্মীদের সাথে পথ সভা ও শুভেচ্ছা বিনিময় করেন। আলহাজ্ব মুরাদ সিদ্দিকী’র নেতৃত্বে শতাধিক মোটরসাইকেল ও গাড়ি নিয়ে শোডাউন করে কালিহাতী উপজেলার পটল বাজার ও দুর্গাপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান সিরাজুল ইসলাম এর বাড়িতে ও দশকিয়া ইউনিয়নের চানপাড়ার মোড়ে আলোচনা সভা শেষে মিছিল বের হয়। এছাড়াও যাত্রাপথে বিভিন্ন বাজারে নেমে শুভেচ্ছা বিনিময়ের সময় জনসভায় রূপান্তরিত হয়। এ সময় মুরাদ সিদ্দিকী বলেন আমি সিদ্দিকী পরিবারের সন্তান আমার পিতৃভুমি কালিহাতী, মহান স্বাধীনতার যুদ্ধে আমার বড় ভাই লতিফ সিদ্দিকী ও বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম দেশে ঐতিহাসিক অবদান রেখেছেন, কালিহাতীর মানুষ আমাদের পরম আপজন, অসহায় মানুষের পক্ষে কথা বলা আমার নৈতিক কর্তব্য। আমাদের ইতিহাস ও ঐতিহ্য আছে। আমি যেখানেই থাকি কালিহাতীর মানুষের পাশে আপদে-বিপদে অতীতেও পাশে ছিলাম ভবিষ্যতেও থাকবো। শুভেচ্ছা বিনিময়কালে উপস্থিত ছিলেন ১নং দুর্গাপুর ইউনিয়ন বর্তমান চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম, দুর্গাপুর ইউনিয়ন সাবেক চেয়ারম্যান এস এম বাবর আলী তালুকদার, নাগবাড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রানা সিদ্দিকী, ঘাতক দালাল নির্মূল কমিটির টাঙ্গাইল জেলার সাধারন সম্পাদক আসাদুজ্জামান মনি আরজু, জাহাঙ্গীর আলম, কালিহাতী উপজেলার শিক্ষক সমিতির সাবেক সভাপতি আলহাজ্ব আব্দুর রাজ্জাক মাষ্টার, সাবেক মেম্বার খাদেমুল ইসলাম,আনোয়ার হোসেন মেম্বার,রমজান সরকার, জাহিদ হাসান,আব্দুল আওয়াল, শরিফ খান প্রমুখ।