শহিদুল ইসলাম,কালুখালী (রাজবাড়ী) প্রতিনিধি ঃ২৪মে-২০২২,মঙ্গলবার।
মঙ্গলবার রাজবাড়ী জেলা তথ্য অফিসের আয়োজনে কালুখালী উপজেলায় দিনব্যাপী ওরিয়েন্টশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে ।
কালুখালী উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত সভার সভাপ্রধান ছিলেন নির্বাহী অফিসার মোঃ আতিকুল ইসলাম ।
শিশু ও নারী উন্নয়নে সচেতনামূলক যোগাযোগ কার্যক্রম (৫ম পর্যায়) ১ম সংশোধন শীর্ষক প্রকল্পের আওতাধীন নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের অংশগ্রহনে অনুষ্ঠিত কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার শাহিন মিয়া।
কর্মশালায় কালুখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান আলীউজ্জামান চৌধুরী টিটো, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ফারজানা ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ এনায়েত হোসেন,ডলি পারভীন,কালুখালী উপজেলা আওয়ামীলীগের সভাপতি আতিউর রহমান নবাব,সাধারন সম্পাদক খাইরুল ইসলাম,উপজেলা,মুক্তিযোদ্ধা আকামত আলী,রতনদিয়া ইউনিয়নের চেয়ারম্যান মেহেদী হাচিনা পারভীন নিলুফা, মদাপুর ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান মজনু,মৃগী ইউনিয়নের চেয়ারম্যান এম,এ মতিন প্রমুখ বক্তব্য রাখেন।
ওরিয়েন্টশন কর্মশালায় অটিজম,মাতৃদুগ্ধ পান,নারী অধিকার প্রভৃতি বিষয়ে আলোচনা হয়। কর্মশালায় সমাজের নেতৃস্থানীয় ৪০ জন প্রতিনিধি অংশ নেয়।