শহিদুল ইসলাম, কালুখালী (রাজবাড়ী) প্রতিনিধি ঃ
জেলা তথ্য অফিসের আয়োজনে রাজবাড়ীর কালুখালী উপজেলায় ২ দিন ব্যাপী শিশু মেলা উদ্বোধন করা হয়েছে। বুধবার সকালে কালুখালী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আতিকুল ইসলাম মেলার উদ্বোধন করেন।
শিশু মেলা উদ্বোধন উপলক্ষে কালুখালী উপজেলা চত্ত¡রে বর্ণাঢ্য র্যালী,আলোচনা সভা,চিত্রাংকন প্রতিযোগীতা ও চলচ্চিত্র প্রদর্শন অনুষ্ঠিত হয়।
শিশু মেলা উপলক্ষে সকালে উপজেলা পরিষদের সামনে থেকে র্যালী বের হয়। র্যালীটি বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। র্যালী শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শিশু ও নারী উন্নয়নে সচেতনামূলক যোগাযোগ কার্যক্রম (৫ম পর্যায়) ১ম সংশোধন শীর্ষক প্রকল্পের আওতাধীন শিশু মেলায় স্বাগত বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার শাহিন মিয়া।
কালুখালী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আতিকুল ইসলামের সভাপতিত্বে ও জেলা তথ্য অফিসার শাহিন মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় কালুখালী থানার অফিসার ইনচার্জ নাজমুল হাচান,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ এনায়েত হোসেন,কালুখালী উপজেলা আওয়ামীলীগের সভাপতি আতিউর রহমান নবাব,সাধারন সম্পাদক খাইরুল ইসলাম,উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ নাজমুল হাসান,মুক্তিযোদ্ধা আকামত আলী প্রমুখ বক্তব্য রাখেন।
আলোচনা সভার পর অতিথিগন মেলার স্টল ঘুরে দেখেন। পরে শিশু কিশোরদের অংশগ্রহনে চিত্রাংকন প্রতিযোগীতা ও চলচ্চিত্র প্রদর্শন অনুষ্ঠিত হয় ।