শহিদুল ইসলাম, কালুখালী (রাজবাড়ী) প্রতিনিধি :১৮ জুন-২০২২,শনিবার।
রাজবাড়ীর কালুখালী উপজেলায় মাদকদ্রব্য রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়নে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার কালুখালী সরকারী ডিগ্রী কলেজ মিলনায়তনে ওই কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আতিকুল ইসলাম। কর্মশালায় কালুখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান আলিউজ্জামান চৌধুরী টিটো, কালুখালী সরকারী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) আবুল হাসান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক তানভীর হোসেন, কালুখালী থানা অফিসার ইনচার্জ নাজমুল হাচান, উপজেলা প্রোগ্রাম অফিসার (আইসিটি) মিলন হোসেন, উপজেলা সমাজসেবা অফিসার নাজমুল হাসান প্রমূখ বক্তব্য রাখেন।
কর্মশালায় জনপ্রতিনিধি, সাংবাদিক, ধর্মীয় নেতা সহ শতাধিক প্রতিনিধি অংশগ্রহণ করে।