
শাহজাহান আলী মনন, নীলফামারী জেলা প্রতিনিধি:২৭ মার্চ-২০২৩,সোমবার।
নীলফামারীর কিশোরগঞ্জের পুটিমারী ইউনিয়নের মন্থনা এতিমখানার পাশে সড়ক দুর্ঘটনায় আশরাফুল ইসলাম সোহেল (৪১) নামে এক যুবক নিহত হয়েছে। তিনি কিশোরগঞ্জ বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ের সাবেক বিএসসি শিক্ষক ও মুন্সিপাড়া গ্রামের মরহুম মোফাজ্জল হোসেন (বাঘ) স্যারের দ্বিতীয় পুত্র এবং ন্যাশনাল ব্যাংক লিঃ নীলফামারী শাখার সিঃ অফিসার।
সোমবার (২৭ মার্চ) সকাল সাড়ে ৮ টায় মোটরসাইকেল যোগে কিশোরগঞ্জ হতে তার কর্মস্থল নীলফামারী যাওয়ার পথিমধ্যে মন্থনা এতিমখানার দেয়ালে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা লেগে পড়ে গেলে মাথায় প্রচন্ড আঘাত পায়। স্থানীয়রা তাকে তাৎক্ষণিক ভাবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
পরে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১২ টায় মারা যান। মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৪১ বছর, তিনি স্ত্রী, ১ পুত্র ও ১ কন্যা সন্তান, মা, ভাই, বোন সহ অসংখ্য গুনগ্রাহী রেখেন গেছেন।