শাহজাহান আলী মনন, নীলফামারী জেলা প্রতিনিধি :২ে৫ ফেব্রুয়ারী-২০২০,মঙ্গৈলবার।
নীলফামারীর কিশোরগঞ্জে গতকাল মঙ্গলবার ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ২৪/৭ (সার্বক্ষনিক) স্বাভাবিক প্রসব সেবা জোরদারকরণ বিষয়ক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার আবুল কালাম আজাদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন পরিবার পরিকল্পনা রংপুর বিভাগের পরিচালক (যুগ্মসচিব) মোঃ মাহবুব আলম। বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার নীলফামারীর উপ-পরিচালক (উপসচিব) মোঃ মোতালেব সরকার, সিভিল সার্জন ডাঃ রনজিৎ কুমার বর্মন, পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক জনাব মোঃ শাহজাহান, উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ্ মোঃ আবুল কালাম বারী।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ রবিউল ইসলাম বাবু, শাপলা বেগম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ মোস্তাফিজুর রহমান পাটোয়ারী প্রমুখ।
কর্মশালায় ইউপি চেয়ারম্যান, সরকারি কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক অংশগ্রহণ করে। এমসিএইচ-সার্ভিসেস ইউনিট, পরিবার পরিকল্পনা অধিদপ্তর, ঢাকার ব্যবস্থাপনায় ও উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।