কুষ্টিয়া প্রতিনিধি :১৮এপ্রিল২০১৯,বৃহস্পতিবার।
কুষ্টিয়া দৌলতপুর থানার একটি মাদক (হেরোইন) মামলায় এক নারীর যাবজ্জীবন কারাদণ্ড ও একলাখ টাকা জরিমানা, অনাদায়ে আরো এক বছর কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া দুই আসামির ১৫ বছর কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ডের আদেশ দেয়া হয়েছে।
বৃহস্পতিবার দুপুর দেড়টায় কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের বিচারক অরূপ কুমার গোস্বামী জনাকীর্ণ আদালতে দুই আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। অপর এক আসামি পলাতক।
আসামিরা হলেন যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত দৌলতপুর উপজেলার চামনাই গ্রামের আশরাফুল ইসলাম খোকনের স্ত্রী নাসিমা বেগম (৪৭) এবং একই গ্রামের মতিয়ার রহমানের ছেলে পলাতক মাহবুবুর রহমান জ্যোতি (৪৫) ও অপর ছেলে মহসিন আলী টিপু (৩৮)। এই দুই ভাই ১৫ বছর কারাদণ্ডসহ ৫০ হাজার টাকা অর্থদণ্ডপ্রাপ্ত।
আদালত সূত্র জানায়, ২০১৬ সালের ১৫ অক্টোবর, সকাল সাড়ে ৮টায় জেলা মাদকদ্রব্য অধিদপ্তর কর্তৃক কুষ্টিয়ার সীমান্ত উপজেলা দৌলতপুরের চামনাই গ্রামে অভিযানকালে আসামি নাসিমা বেগমকে তার ঘর থেকে ৫০ গ্রাম হেরোইনসহ আটক করে। এ ঘটনায় নাসিমার বিরুদ্ধে ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১) (খ) ও ২৫ ধারায় মামলা দিয়ে দৌলতপুর থানায় সোপর্দ করা হয়। মামলাটি তদন্ত শেষে নাসিমা বেগম, মাহবুবুর রহমান জ্যোতি ও মহসিন আলীর বিরুদ্ধে জড়িত থাকার অভিযোগ এনে ২০১৭ সালের ৩১ জানুয়ারি আদালতে প্রতিবেদন দাখিল করে পুলিশ।
কুষ্টিয়া জজ কোর্টের সরকারি কৌঁসুলি অনুপ কুমার নন্দী জানান, দৌলতপুর থানায় ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলাটি তদন্ত প্রতিবেদন প্রাপ্তির পর আসামিদের বিরুদ্ধ চার্জ গঠন এবং দীর্ঘ সাক্ষ্য-শুনানী শেষে আসামি নাসিমাকে যাবজ্জীবন ও অপর দুজনকে কারাদণ্ড ও অর্থদণ্ডাদেশ দিয়েছেন আদালত।
কালের কাগজ/প্রতিনিদি/জা.উ.ভি