Logo
ব্রেকিং :
মানিকগঞ্জ  জেলা গোয়েন্দা শাখা (ডিবি)র এক অভিযানে হেরোইন সহ ১ জন গ্রেফতার দৌলতপুরে চকমিরপুর প্রিমিয়ার লীগ টি- ২০ ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধন নাগরপুর গণহত্যা দিবস উদযাপন নেত্রকোনায় জেলা প্রশাসনের বাজার মনিটরিং নেত্রকোনায় গনহত্যা দিবস পালিত চৌহালীতে হাজি আব্দুল মজিদ মন্ডল ফাউন্ডেশনের ইফতার  সামগ্রিক পেয়ে ভাঙ্গন কবলিত মানুষ খুব খুশি  নাগরপুরে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে খন্দকার আছাব মাহমুদ নেত্রকোনা মডেল থানা পুলিশের সহায়তায় ময়ের কোল ফিরে পেল জমজ শিশু নিম্নমানের খোয়ায় হচ্ছে ৬৪ লাখ টাকার সড়ক নির্মাণ, নীরব কর্তৃপক্ষ নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি মূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে জেলা প্রশাসকের মনিটরিং লিফলেট বিতরণ
নোটিসঃ
সম্পাদক মন্ডলীর সভাপতি : আলহাজ্ব এ.এম নাঈমূর রহমান দূর্জয় ,সম্পাদক ও প্রকাশক মো: জালাল উদ্দিন ভিকু,সহ-মফস্বল সম্পাদক মো: জাহিদ হাসান হৃদয়

কুষ্টিয়ায় বাকিবিতণ্ডা থেকে রণক্ষেত্র, আপন দুই ভাইকে গলাকেটে হত্যা

রিপোর্টার / ২৬ বার
আপডেট মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২০

কুষ্টিয়া প্রতিনিধি : ৩১ মার্চ, ২০২০

কুষ্টিয়ার কুমারখালীর উপজেলার চাপড়া ইউনিয়ের পাহাড়পুর গ্রামে বিবদমান দুই গ্রুপের সংঘর্ষে আপন দুইভাই দুইজন নিহত হয়েছেন। এঘটনায় আরো ৮/১০ ব্যক্তি আহত হয়েছেন। মঙ্গলবার রাত পৌনে ৮ টারদিকে এ সংঘর্ষ ও হতাহাতের এ ঘটনাটি ঘটে।

নিহত সহোদর হলেন- বকুল (৫০) ও নেহেদ (৬০)। তারা পাড়াহাপুর এলাকার চাঁদ আলী ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, চাপড়া ইউপি আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুর রাজ্জাক ও একই ইউনিনের ৬ নং ওয়ার্ড আওয়ামী সাবেক সভাপতি ফিরোজ আহম্মেদ কটা’র সমর্থকদের মধ্যে ক্রিকেট খেলা সংক্রান্ত পূর্ব বিরোধের জের ধরে সংঘর্ষের সূত্রপাত ঘটে। রাতের বেলায় ওই দুই গ্রুপের সমর্থকদের মধ্যে বাক-বিতন্ডিতা এক পর্যায়ে তুমুল সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষ চলাকালে দুপক্ষের লোকজন দেশীয় অস্ত্র ও লাঠি-সোঠা নিয়ে একে অপরের ওপর আক্রমন চালায়। সংঘর্ষে আপন দুই ভাই বকুল ও নেহেদ ঘটনাস্থলেই নিহত হন। এদের দুজনকে গলা কেটে হত্যা করা হয় বলে এলাকাবাসী জানায়।

ঘটনায় আরো ৮/১০ জন গুরুতর আহত হন। সংঘর্ষ চালাকালে পুরো গ্রাম জুড়ে আতংক ছড়িয়ে পড়ে এবং গ্রামের মানুষ ভয়ে এদিক-ওদিক ছুটাছুটি করতে থাকে। আহতদের কুষ্টিয়া ২৫০ বেড জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ও র্যাব ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। পুনরায় সংঘর্ষের আশংকায় এলাকায় ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশ অভিযান চালিয়ে চাপড়া ইউপি আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুর রাজ্জাক ও ওয়ার্ড আওয়ামী সাবেক সভাপতি ফিরোজ আহম্মেদ কটাসহ তাদের ১০/১২ জন সমর্থককে আটক করেছে। বর্তমানে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। এরেিপার্ট লেখা পর্যন্ত পুলিশি অভিযান চলছিল।

কুষ্টিয়ার এসপি এসএম তানভীর আরাফাত জানান, এ ঘটনায় জড়িতদের কেউ রেহাই পাবে না।


এ জাতীয় আরো খবর
Theme Created By ThemesDealer.Com