Logo
ব্রেকিং :
কেন্দুয়ায় হ্যান্ডট্রলির ধাক্কায় শিশুছাত্রের মৃত্যু দৌলতদিয়া পদ্মা নদীর তীর থেকে অজ্ঞাত যুবকের অর্ধ গলিত লাশ উদ্ধার ভাইরাল কিংবা ভিউয়ের জন্য গান করি না— ক্লোজআপ ওয়ান তারকা সাজু এটি প্রথম আলোর ষড়যন্ত্র: হানিফ প্রতিনিয়ত পত্রিকাটি মিথ্যা সংবাদ প্রকাশ করছে : বিপ্লব বড়ুয়া ডিজিটাল নিরাপত্তা আইনে আটক সাংবাদিকদের মুক্তির দাবিতে মানিকগঞ্জে মানববন্ধন নেত্রকোনায় ত্রান ও পুর্নবাসন শাখার আয়োজনে কর্মশালা নতুন শিক্ষাক্রম যথাযথভাবে বাস্তবায়ন করতে হবে -অঞ্জনা খান মজলিশ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে নেত্রকোনা জেলা আ’লীগ সভাপতি-সম্পাদকের সৌজন্য স্বাক্ষাত প্রশিক্ষণের মধ্যে দিয়ে পেশাগত দক্ষতার বিকাশ ঘটে –নড়াইল পুলিশ সুপার সাদিরা খাতুন
নোটিসঃ
সম্পাদক মন্ডলীর সভাপতি : আলহাজ্ব এ.এম নাঈমূর রহমান দূর্জয় ,সম্পাদক ও প্রকাশক মো: জালাল উদ্দিন ভিকু,সহ-মফস্বল সম্পাদক মো: জাহিদ হাসান হৃদয়

কুষ্টিয়ায় হত্যা মামলায় পাঁচজনের মৃত্যুদণ্ড, ছয়জনের যাবজ্জীবন

রিপোর্টার / ২০ বার
আপডেট বুধবার, ৩১ জুলাই, ২০১৯

কুষ্টিয়া প্রতিবেদক: ৩১ জুলাই ২০১৯,বুধবার।

কুষ্টিয়ার মিরপুর উপজেলার পোড়াদহের আলোচিত নুরুল ইসলাম হত্যা মামলায় পাঁচজনের মৃত্যুদণ্ড, ছয়জনের যাবজ্জীবন এবং আরও ছয়জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়াও প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

বুধবার দুপুর ১২টার দিকে কুষ্টিয়ার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক অরূপ কুমার গোস্বামী এ রায় দেন। এ সময় দণ্ডপ্রাপ্ত আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- মো. মাসুদ,পারভেজ হোসেন, হবিবর রহমান হবি, ফজলুর রহমান ও সরোয়ার আফু।
যাবজ্জীবনদণ্ডপ্রাপ্তরা হলেন- বিল্লাল হোসেন, সোহেল রানা, মো. মঞ্জু, রইচ উদ্দিন, মতিউর রহমান ও মো. কবির। অন্য ছয় আসামির মধ্যে একজনকে ৭ বছর ও ৫ জনকে ৩ বছর মেয়াদে কারাদণ্ড দেয়া হয়েছে।

আদালত সূত্রে জানা গেছে, স্থানীয় কোন্দলে ২০১৪ সালের ১৯ ডিসেম্বর পোড়াদহ বাজারের পাশ দিয়ে যাওয়ার সময় পূর্ব থেকে ওঁৎ পেতে থাকা আসামিরা নুরুল ইসলামকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় নিহতের ছেলে শাহীন রহমান সজিব বাদী হয়ে মিরপুর থানায় হত্যা মামলা দায়ের করেন।

কুষ্টিযা জজ কোর্টের পিপি অনুপ কুমার নন্দী জানান, মামলায় দীর্ঘ শুনানি শেষে আসামিদের বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত এ রায় দেন। রায় ঘোষণার পর আসামিদের জেল হাজতে পাঠানো হয়েছে।

কালের কাগজ/প্রতিনিধি/জা.উ.ভি


এ জাতীয় আরো খবর
Tech Support By Nagorikit.Com