
কেন্দুয়া প্রতিনিধি: (নেত্রকোণা):২৩ জুলাই-২০২২,শনিবার।
কেন্দুয়া উপজেলা পরিষদ মিলনায়তনে, শনিবার (২৩ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে জাতীয় পাবলিক সার্ভিস দিবস ২০২২ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা বেগমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ নুরুল ইসলাম।
এসময় আরো বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ ভাইসি চেয়ারম্যান মোফাজ্জল হোসেন ভূঁইয়া, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা বেগম সুমি, উপজেলা কৃষি কর্মকর্তা এ কে এম শাহজাহান কবির, উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা মো: আজহারুল ইসলাম, সাংবাদিক রাখাল বিশ্বাস ও সমরেন্দ্র বিশ্ব শর্মা প্রমুখ।
এসময় আরও উপস্থিত ছিলেন, কেন্দুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো: লিয়াকত আলী চৌধুরীর কাজল, স্থানীয় সাংবাদিকবৃন্দ এবং সুধীজন।