
বিজয় রজক, কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি : ১৫ আগস্ট-২০২২,সোমবার।
নেত্রকোনার কেন্দুয়া উপজেলা প্রশাসনের আয়োজনে স্বাধীনতার মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৭ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উদযাপন করা হয়। দিবসটি পালন উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। ১৫ আগষ্ট সোমবার সকালে উপজেলা মুক্তিযুদ্ধা কমপ্লেক্স ভবন চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মধ্যদিয়ে দিবসের কার্যক্রম শুরু করা হয়।
পুষ্পস্তবক অর্পণ শেষে উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মাহমুদা বেগম এর সভাপতিত্বে আলোচনা সভার শুরুতে দাঁড়িয়ে ১ মিনিট নিরবতা পালন, পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও দোয়া পরিচালনার করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম,
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, কেন্দুয়া সার্কেল জুনাঈদ আফ্রাদ,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোফাজ্জল হোসেন ভুঞা,মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা বেগম সুমি,সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বজলুর রহমান,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) এসএম মেশকাতুল ইসলাম,উপজেলা কৃষি কর্মকর্তা শাহজাহান কবির, উপজেলা নির্বাচন অফিসার হাবিবুর রহমান প্রমুখ।
আলোচনা সভা শেষে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয়। এছাড়াও উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের ব্যানারে দিনব্যাপী পৃথক পৃথক কর্মসুচী পালন করা হয়।