বিজয় রজক,কেন্দুয়া( নেত্রকোনা) প্রতিনিধি:০৯ অক্টোবর-২০২২,রবিবার।
“মহানবীর পবিত্র জন্মদিন” উপলক্ষে নেত্রকোনার কেন্দুয়ায় ১২রবিউল আওয়াল, ৯অক্টোবর রবিবার সকাল ১১টার দিকে জুশনে জুলুছে হাওলাপুরীর আশেকান, মুরিদান ও ভক্তবৃন্দের এক বিশাল র্যালী চকপাড়াস্থ খানকা শরীফ থেকে শুরু হয়ে পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে খানকা শরীফে এসে শেষ হয়।উক্ত শোভাযাত্রায় হাজার হাজার মানুষ অংশ গ্রহন করে।
হাওলাপুরীর গদিনশীন পীর হযরত নঈমুল কদ্দুছ আকবরীর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন-
কেন্দুয়া আটপাড়া আসনের মাননীয় সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল।
এসময় আরো বক্তব্য রাখেন-কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আব্দুল কাদির ভুঞা, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোঃ আসাদুল হক ভূঞাসহ আরো অনেকে।
এসময় উপস্থিত ছিলেন কেন্দুয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব দেলোয়ার হোসেন ভুঞা দুলাল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোফাজ্জল হোসেন ভুঞা, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন বিশ্বনবীর জন্ম না হলে এ পৃথিবী অনেক আগেই ধ্বংস হয়ে যেত।তিনি আরও বলেন আমাদের নবী হযরত মোহাম্মদ (সাঃ) এর জন্মের আগে মানুষের মধ্যে যে হানাহানি ছিল তা বন্ধ হয়।বিশ্বনবীর জন্যই এ পৃথিবী সৃষ্টি হয়েছে।