মুক্তার হাসান,টাঙ্গাইল প্রতিনিধি:২১ আগস্ট-২০২২,রবিবার।
ঢাকা বিশ^বিদ্যালয়ে মেধাবী ছাত্র টাঙ্গাইলের দুই কৃতি সন্তান কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সম্পাদক মনোনীত হয়েছেন। তারা হলেন গোপালপুর উপজেলার মোবারক হোসেন জয় এবং সদর উপজেলার কাজী তানভীর আহম্মেদ। সম্প্রতি কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় এবং সাধারণ সম্পাদক লেখক ভট্রাচার্য স্বাক্ষরিত চিঠির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। মুজিব আদর্শের সৈনিক মোবারক হোসেন জয় গোপালপুরের ভেঙ্গুলা গ্রামের আওয়ামী লীগ নেতা বাবলু মিয়া এবং গৃহিনী মমতাজ বেগমের ছেলে। জন্মসূত্রেই আওয়ামী পরিবারের সন্তান মোবারক ঢাবির ইতিহাস বিভাগের মেধাবী ছাত্র। তিনি সোহাগ নাজমুল কমিটির মাস্টারদা সূর্যসেন হল ছাত্রলীগের এবং সোহাগ জাকির কমিটির ঢাকা বিশ^বিদ্যালয় শাখা ছাত্রলীগের সহ-সম্পাদক ছিলেন। এদিকে কাজী তানভীর আহম্মেদ টাঙ্গাইল পৌর এলাকার বিশ^াস বেতকার কাজী সোহরাব হোসেন এবং সুলতানা পারভীনের ছেলে। তিনি ঢাকা বিশ^বিদ্যালয়ের বিজয় একাত্তর হল ছাত্রলীগের প্রতিষ্ঠাকালীন সাহিত্য সম্পাদক ও সাবেক স্বাস্থ্য-চিকিৎসা বিষয়ক সম্পাদক। তিনি ভাষাবিজ্ঞান বিভাগের ছাত্র। ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সম্পাদক মনোনীত হওয়ার অনুভুতি প্রকাশে তারা বলেন জাতির পিতা বঙ্গবন্ধুর আদর্শে ও জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে রাজনীতি করি। বাংলাদেশের ইতিহাসে মিশে আছে ছাত্রলীগের ইতিহাস। ছাত্রলীগের একজন কর্মী হিসেবে এ পদ পাওয়ায় আমরা অত্যন্ত আনন্দিত। নেতৃবৃন্দের কাছে কৃতজ্ঞ। ছাত্রসমাজ ও দেশের জন্য কাজ করে যেতে চাই। স্থানীয় নেতাকর্মীরা তাদের অভিনন্দন জানিয়েছেন।