Logo
ব্রেকিং :
মানিকগঞ্জ-২ আসনে দু’ভাইসহ ১৪ জনের মনোয়নপত্র দাখিল নেত্রকোনায় মহিলা পরিষদের উদ্যোগে শিক্ষার্থীদের বিতর্ক নেত্রকোনায় পৃথক মামলার রায়ে ৩ জনের যাবজ্জীবন কারাদন্ড নেত্রকোনা-৩ আসনে সতন্ত্র প্রার্থী আব্দুল মতিনের মনোনয়ন দাখিল নাগরপুরে মনোনয়ন পত্র জমা দিলেন আহসানুল ইসলাম   টিটু রাজবাড়ী – ১ আসনে আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য  প্রার্থী কাজী কেরামত আলীর  মনোনয়ন পত্র জমা  নেত্রকোনা-২ আসনে সাবেক উপমন্ত্রী আরিফ খান জয়ের মনোনয়ন দাখিল নেত্রকোনা-২ আসনে আ’লীগ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল টাঙ্গাইলের পোড়াবাড়ীতে বাদী মামলা প্রত্যাহার না করায় হাতুড়ী ও লোহার রড দিয়ে পিটিয়ে হত্যা চেষ্টা দৌলতপুরে মানিকগঞ্জ-১ আসনের আওয়ামীলীগ প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল
নোটিসঃ
সম্পাদক মন্ডলীর সভাপতি : আলহাজ্ব এ.এম নাঈমূর রহমান দূর্জয় ,সম্পাদক ও প্রকাশক মো: জালাল উদ্দিন ভিকু,সহ-মফস্বল সম্পাদক মো: জাহিদ হাসান হৃদয়

কেন্দ্রীয় নেতাদের ঘেরাও মানিকগঞ্জ মহিলা লীগের কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ

রিপোর্টার / ১১৫ বার
আপডেট শনিবার, ১৮ জুন, ২০২২

নিজস্ব প্রতিবেদক:: ১৮ জুন- ২০২২,শনিবার।

মানিকগঞ্জ জেলা মহিলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে কমিটি গঠন প্রক্রিয়াকে অবৈধ আখ্যা দিয়ে তা বাতিলের দাবিতে মানিকগঞ্জ সার্কিট হাউজে কেন্দ্রীয় নেতাদের ঘেরাও করে বিক্ষোভ মিছিল  করেছেন দলীয় নেতাকর্মীরা।

শনিবার বিকালে সাড়ে ৫টার দিকে মানিকগঞ্জ  সার্কিট হাউজ গেটের সামনে কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ করেন তারা।

এর আগে, বিকাল ৫টার দিকে মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজ মিলনায়তনে জেলা মহিলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

ওই সম্মেলনে প্রথম অধিবেশন শেষ হওয়ার পরপরই দ্বিতীয় অধিবেশন না ডেকেই মৃদুলা রহমানকে সভাপতি ও আনোয়ারা বেগমকে সাধারণ সম্পাদক ঘোষণা করেন কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ। কমিটি বাতিলের দাবিতে তাৎক্ষণিক প্রতিবাদ করেন সম্মেলনে উপস্থিত নেতাকর্মীরা। পরে কেন্দ্রীয় নেতৃবৃন্দ সার্কিট হাউজে যাওয়ার খবর পেয়ে সেখানেই উপস্থিত হয়ে ঘন্টাব্যাপী বিক্ষোভ করেন দলীয় নেতাকর্মীরা।

জেলা কমিটির সাবেক সভাপতি নীনা রহমান অভিযোগ করে বলেন, কেন্দ্রীয় নেতৃবৃন্দ কাউন্সিল না করে তাদের পছন্দের দুজনকে সভাপতি ও সাধারণ সম্পাদক ঘোষণা করেছেন। নতুন সভাপতি মৃদুলা রহমান ও সাধারণ সম্পাদক আনোয়ারা বেগম মহিলা আওয়ামী লীগের সাথে জড়িত ছিলেন না। তারা এই সম্মেলনে কাউন্সিলরও ছিলেন না। তাই তাদেরকে সভাপতি  ও সম্পাদক করা সংবিধান বহির্ভূত হয়েছে।

সদ্য বিদায়ী জেলা কমিটির সাধারণ সম্পাদক লক্ষ্মী চ্যাটার্জি বলেন, কেন্দ্রীয় কমিটি সাধারণ সম্পাদক মাহমুদা বেগম সম্মেলনের প্রথম অধিবেশন শেষ হওয়ার পর দ্বিতীয় অধিবেশ ডাকেননি। কেন্দ্রীয় কমিটি কোন নিয়ম-কানুন না মেনেই ৬০ জন ডেলিগেটরের মতামত না নিয়েই অবৈধভাবে সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেছেন। এরপরই সম্মেলনে উপস্থিত নেতাকর্মীরা নির্ধারিত ডেলিগেটদের ভোটে কমিটি গঠনের স্লোগান দেন। কিন্তু কেন্দ্রীয় নেতৃবৃন্দ অবৈধভাবে সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করে চলে যান।

একাধিক মহিলা নেত্রী অভিযোগ করে জানান, প্রায় দুই যুগ পরে জেলা মহিলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের আয়োজন করা হয়। সকল উপজেলা থেকেই নেত্রীরা সম্মেলনে এসেছেন। কাউন্সিল করেই সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচন করার কথা ছিল। কিন্তু দুঃখের বিষয় হলো কেন্দ্রীয় নেত্রীবৃন্দ টাকার বিনিময়ে কাউন্সিল ছাড়াই সভাপতি ও সাধারণ সম্পাদক পদ ঘোষণা করেন। নতুন এই অবৈধ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদককে আমরা মানি না। এই কমিটিকে বিলুপ্ত করে কাউন্সিলের মাধ্যমে নতুন কমিটি দেওয়া হোক।

জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী এনায়েত হোসেন  টিপু ও সাংগঠনিক সম্পাদক তায়েবুর রহমান  টিপু বলেন, মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ  জেলা মহিলা আওয়ামী লীগকে কবর দিয়ে গেলেন। জেলা শহরে নেতৃত্ব দেওয়া মতো যোগ্য নেত্রী থাকার পরও সভাপতি করা হয়েছে হরিরামপুর ও সাধারণ সম্পাদক করা হয়েছে সিংগাইর থেকে।

সার্কিট হাউজে ঘেরাও এর মুখে কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মাহমুদা বেগম বলেন, কমিটি গঠনের বিষয়টি পুনর্বিবেচনা করা হবে। ডেলিগেটদের মতামত না নিয়েই কেন কমিটি ঘোষণা করা হলে এমন প্রশ্নের উত্তর তিনি এড়িয়ে যান।


এ জাতীয় আরো খবর
Tech Support By Nagorikit.Com