কালের কাগজ ডেস্ক:১৩ ফেব্রুয়ারি ,বুধবার।
বিপিএল শেষে তড়িঘড়ি করে নিউজিল্যান্ড গিয়েছে বাংলাদেশ দল। তাও দুই ভাগে ভাগ হয়ে। প্রথম অংশ গিয়েছিল একটু আগে। কিন্তু মাশরাফিসহ অন্যরা ৯ তারিখ উড়াল দিয়েছিল নিউজিল্যান্ডের উদ্দেশ্যে। অবস্থা এমন হয়েছিল যে, প্রস্তুতি ম্যাচের একাদশ সাজাতেই হিমশিম খেতে হয়েছিল সফরকারীদের।
এদিকে যথেষ্ট সময় নিয়ে না যাওয়ায় কন্ডিশনের সাথেও মানিয়ে নেওয়ার সুযোগ পায়নি বাংলাদেশ দলের। তাই বুধবার সিরিজের প্রথম ওয়ানডেতে ৮ উইকেটের হারের কোন অজুহাত দিলেন না দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।
বুধবার নেপিয়ারে টস জিতে ব্যাট করতে নেমে দারুণ ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। দলীয় ৯৪ রানে হারিয়ে ফেলে ৬ উইকেট। মোহাম্মদ মিঠুনের ব্যাটে কিছুটা রক্ষা। সাথে মোহাম্মদ সাইফউদ্দীন, মেহেদী হাসান মিরাজ ও সৌম্য সরকারের রানে দুইশ রান পার করতে পারে সফরকারীরা। কিন্তু মার্টিন গাপটিলের সেঞ্চুরিতে সেই লক্ষ্যও সহজেই উৎরে যায় নিউজিল্যান্ড। বলতে গেলে কোন প্রতিদ্বন্দ্বিতাই গড়তে পারেনি এদিন বাংলাদেশ।
ম্যাচ শেষে হতাশ মাশরাফির কণ্ঠে ছিল আরেকটু ভালো ব্যাটিংয়ের আক্ষেপ, ‘আমরা ব্যাটিংয়ে খারাপ করেছি। দ্রুত বেশ কয়েকটি উইকেট হারিয়ে ফেলেছি। ব্যাটিং নিয়ে আমাদের আরো কাজ করতে হবে।‘
সেই সাথে টাইগার অধিনায়ক অনুভব করলেন আরেকটু আগে নিউজিল্যান্ড পৌঁছালে কন্ডিশনের সাথেও মানিয়ে নেওয়া যেতো। যদিও সেটাকে কোন অজুহাত হিসেবে উল্লেখ করেননি তিনি। তবু বিষয়টি উঠে এসেছে ম্যাচ শেষে, ‘কোন অজুহাত দিচ্ছি না। কন্ডিশনের সাথে মানিয়ে নিতে আমাদের অন্তত এক সপ্তাহ আগে আসা প্রয়োজন ছিল ।
কালের কাগজ/প্রতিবেদক/জা,উ,ভি