কালের কাগজ ডেস্ক :০৬ এপ্রিল ২০১৯,শনিবার।
আইপিএলের এবারের আসরে প্রথমবারের মতো হেসেছে বিরাট কোহলির ব্যাট। শুক্রবার বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে চিরচেনা রূপে দেখা গেছে ভারত অধিনায়ককে। যিনি কিনা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুরও অধিনায়ক।
কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ৪৯ বলে খেলেছেন ৮৪ রানের এক দুর্দান্ত ইনিংস। সাথে এবি ডি ভিলিয়ার্সের ৩২ বলে ৬৩ রানে ভর দিয়ে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেটে ২০৫ রান তোলে বেঙ্গালুরু। কোহলি-এবি ডি ছাড়াও শেষ দিকে মার্কাস স্টনিস ১৩ বলে ২৮ রান করেন।
কোহলির ইনিংসে ছিল ২টি ছক্কা ও ৯টি চারের মার। আর এবি ডি ছক্কা মেরেছেন ৪টি, চার ৫টি। স্টনিস ১ ছক্কা ও ৩ চারে নিজের ইনিংস সাজান।
কলকাতার সামনে বড় লক্ষ্য দাঁড় করিয়ে কোহলি হয়তো কিছুটা হাঁফ ছেড়ে বেঁচেছিলেন। স্বপ্ন দেখছিলেন আসরের প্রথম জয়ের। কিন্তু এবারের আইপিএল যে আন্দ্রে রাসেলের সেকথা ভুলে গেছেন তিনি। না হলে কলকাতার পঞ্চম উইকেট হিসেবে দিনেশ কার্তিক আউট হলে কেন এত বাঁধভাঙা উল্লাস মাতবেন তিনি?
অবশ্য উল্লাসিত হওয়ার মতোই ছিল তা। কলকাতার স্কোর তখন ১৭ ওভারে ৫ উইকেটে ১৫৩ রান। অর্থাৎ ১৮ বলে আরো ৫৩ রান প্রয়োজন ছিল তাদের।
টি-টুয়েন্টিতে এই লক্ষ্য অসম্ভব নয়। কিন্তু জয়ের স্বপ্নই দেখছিলেন কোহলি। কিন্তু সেই স্বপ্নে জল ঢেলে দিল রাসেলের ছক্কা বৃষ্টি। ক্যারিবীয় এই অল রাউন্ডার ১৩ বলে অপরাজিত ৪৮ রান করে দলের জয় নিশ্চিত করেই মাঠ ছাড়েন। তার ৭ ছক্কা ও ১ চারে ১৯.১ ওভারে ২০৬ রান তুলে ফেলে কলকাতা।
কলকাতার হয়ে ক্রিস লিন ৪৩, রবীন উথাপ্পা ৩৩ ও নিতিশ রানা ৩৭ রান করেন।
এই নিয়ে টানা ৫ ম্যাচ হেরে পয়েন্ট টেবিলের তলানিতে পড়ে আছে কোহলির বেঙ্গালুরু। চার ম্যাচে ৩ জয় নিয়ে কলকাতা আছে দুই নম্বরে। শীর্ষে আছে সাকিব আল হাসানদের সানরাইজার্স হায়দ্রাবাদ।