Logo
ব্রেকিং :
ঘিওর ও শিবালয়ে স্বাস্থ্য সেবার মান উন্নয়নের লক্ষ্যে ব্যবস্থাপনা কমিটির সভা সিংগাইরে মাদক ব্যবসায়ীদের হামলায় ডিবি পুলিশের এসআই সহ ৬ জন আহত । হেরোইন সহ ২ জন গ্রেফতার ফরিদপুরের নগরকান্দায় নির্মানকালে ভেঙ্গে পড়লো ব্রীজ আদমদীঘিতে দুই মাদক সেবির তিন মাসের কারাদণ্ড বগুড়া আদমদীঘিতে পানিতে পড়ে শিশুর মৃত্যু নেত্রকোনায় ব্যবসায়ীদের সাথে পুলিশের মতবিনিময় সভা নেত্রকোনায় জেলা প্রশাসনের ভিডিও কনফারেন্স মানিকগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি)র অভিযানে হেরোইন ও ইয়াবাসহ ২জন গ্রেফতার দৌলতপুরে স্বাধীনতা দিবসে আওয়ামী লীগের আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত সাংবাদিক নির্যাতনের ঘটনায় পিআইওসহ ১০ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ
নোটিসঃ
সম্পাদক মন্ডলীর সভাপতি : আলহাজ্ব এ.এম নাঈমূর রহমান দূর্জয় ,সম্পাদক ও প্রকাশক মো: জালাল উদ্দিন ভিকু,সহ-মফস্বল সম্পাদক মো: জাহিদ হাসান হৃদয়

খাগড়াছড়িতে বিজিবি-গ্রামবাসী সংঘর্ষে বাবা ও দুই ছেলেসহ নিহত ৫

রিপোর্টার / ২৫ বার
আপডেট বুধবার, ৪ মার্চ, ২০২০

সমির মল্লিক, খাগড়াছড়ি ০৪ মার্চ ২০২০, বুধবার।
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বিজিবি ও গ্রামবাসীর সংঘর্ষে বাবা ও দুই ছেলেসহ পাঁচজন নিহত হয়েছেন।

মাটিরাঙ্গা পৌরসভার গাজীনগর এলাকায় মঙ্গলবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। ব্যক্তিমালিকানাধীন বাগানের গাছ কাটাকে কেন্দ্র করে বিজিবির সঙ্গে গ্রামবাসীর সংঘর্ষ হয়।

এ সময় বিজিবির গুলিতে ঘটনাস্থলেই তিনজন নিহত এবং হাসপাতালে নেয়ার পথে একজন মারা যান। অপরদিকে গ্রামবাসীর হাতে এক বিজিবি সদস্য নিহত হন। এ ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। বর্তমানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এদিকে এ ঘটনা তদন্তে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে প্রশাসন।

এলাকাবাসী মানিক মিয়া জানান, সকালে নিজের বাগান থেকে বেশকিছু গাছ কাটেন সাহাব মিয়া। গাড়ি করে গাছের গুঁড়িগুলো সাহাব অন্যত্র নেয়ার সময় বিজিবি সদস্যরা বাধা দেন। এগুলো অবৈধ বলে আটক করে বিজিবি নিজেদের হেফাজতে নিতে চায়।

এ খবরে গ্রামবাসী সমবেত হয়ে বিজিবি সদস্যদের প্রতিহত করার চেষ্টা করেন এবং সংঘর্ষে জড়িয়ে পড়েন। বিজিবির সদস্যরা গুলিবর্ষণ করলে ঘটনাস্থলেই বাগানমালিক সাহাব মিয়া ওরফে মুছা (৫৭), তার ছেলে আহম্মদ আলী ও মো. আলী আকবর নিহত হন। এ সময় বিজিবি সদস্যদের অস্ত্র কেড়ে নিয়ে এলাকাবাসী গুলি করেন। এতে বিজিবি সিপাহি শাওন মারাত্মক আহত হন। হাসপাতালে নেয়ার পর তিনি মারা যান।

এ ছাড়া গুলিবিদ্ধ দুই গ্রামবাসীকে হাসপাতালে নেয়ার পথে মফিজ মিয়া নামে একজন মারা যান। আহত মো. হানিফকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। এদিকে স্বামী সাহাব মিয়া, ছেলে আলী আকবর ও আহমেদ আলীর মৃত্যুর খবর শুনে গৃহবধূ রঞ্জু আরার হার্ট অ্যাটাক হয়েছে।

তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিজিবির বিরুদ্ধে গ্রামবাসী স্লোগান দেন এবং গাজীনগর সংলগ্ন এলাকা থেকে বিজিবির ফাঁড়ি প্রত্যাহারের দাবি জানান। রাস্তা অবরোধ করে তারা বিক্ষোভ করেন।

ঘটনাস্থল গুইমারা রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শাহরিয়ার জামান, জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস, জেলা পুলিশ সুপার আবদুল আজিজ, অতিরিক্ত পুলিশ সুপার এমএম সালাউদ্দিন, মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা বিভীষণ কান্তি দাশ, মাটিরাঙ্গা পৌরসভার মেয়র শামছুল হক, মাটিরাঙ্গা উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম প্রমুখ পরিদর্শন করেছেন। এ সময় গ্রামবাসীর বিক্ষোভের মুখে পড়েন প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

গুইমারা রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শাহরিয়ার জামান বলেন, সংঘর্ষের ঘটনা অত্যন্ত দুঃখজনক। গ্রামবাসীকে আশ্বস্ত করে তিনি বলেন, এ ঘটনায় দোষীদের বিচারের আওতায় আনা হবে। নিরাপত্তা বাহিনীর সদস্যরা কেউ অন্যায় করে পার পাবেন না। যথাযথ তদন্ত করে জড়িতদের আইনের আওতায় আনা হবে।

তবে বিজিবি ফাঁড়ি প্রত্যাহার প্রসঙ্গে তিনি জানান, এ বিষয়ে সরকার সিদ্ধান্ত নেবে। তার প্রতিশ্রুতির পর গ্রামবাসী রাস্তা থেকে অবরোধ তুলে নেন।

এ ঘটনার পর মাটিরাঙ্গা থানা পুলিশ দু’জনকে আটক করেছে। তবে তাদের নাম জানা যায়নি। এ ঘটনায় খাগড়াছড়ি জেলা প্রশাসন অতিরিক্ত জেলা প্রশাসক রেজাউলকে প্রধান করে তিন সদস্যের কমিটি গঠন করেছে। কমিটির অন্য সদস্যরা হলেন : অতিরিক্ত পুলিশ সুপার এমএম সালাউদ্দিন ও বন বিভাগের একজন প্রতিনিধি। প্রতিটি লাশ দাফনের জন্য ২০ হাজার টাকা করে অনুদান দিয়েছে জেলা প্রশাসন।

চট্টগ্রাম ব্যুরো জানায়, মাটিরাঙ্গায় সংঘর্ষে আহত মো. হানিফকে (২৫) চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার বিকাল ৪টার দিকে পায়ে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালের জরুরি বিভাগে তাকে আনা হয়। হানিফ মাটিরাঙ্গার ১নং ওয়ার্ডের গাজীনগরের মফিজ উদ্দিনের ছেলে।

এ ঘটনায় হাসপাতালে আনার পথে মো. মফিজ মিয়া নামে একজন মারা যান। চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. জহিরুল হক ভুঁইয়া বলেন, খাগড়াছড়ির মাটিরাঙ্গা থেকে গুলিবিদ্ধ অবস্থায় হানিফ নামে একজনকে হাসপাতালে আনা হয়। বর্তমানে তিনি ক্যাজুয়াল্টি ওয়ার্ডে চিকিৎসাধীন।


এ জাতীয় আরো খবর
Theme Created By ThemesDealer.Com