চন্দন চক্রবর্তী, স্টাফ রিপোর্টার, নেত্রকোনা :০৪ নভেম্বর-২০২২,শুক্রবার।
নেত্রকোনা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট অঞ্জনা খান মজলিশ বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ রাষ্ট্রের সর্বোচ্চ আইন। ১৯৭২ সালের ৪ নভেম্বর গণপরিষদে বাংলাদেশের সংবিধান গৃহীত এবং ১৬ ডিসেম্বর ১৯৭২ সালের বিজয় দিবস থেকে কার্যকর হয়। সংবিধানের চেতনা ধারনের জন্য জাতীয় সংবিধান দিবস গুরুত্বপূর্ন ভুমিকা রাখবে।
নেত্রকোনা জেলা প্রশাসনের উদ্যোগে শুক্রবার সকাল ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জাতীয় সংবিধান দিবস উপলক্ষ্যে আলোচনা সভায় সভাপতির বক্তৃতায় জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ এসব কথা বলেন। আলোচনা সভায় অন্যানোর মধ্যে বক্তৃতা করেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক জিয়া আহমেদ সুমন, পুলিশ সুপার মো. ফয়েজ আহমেদ, সাবেক গণপরিষদের সদস্য মুক্তিযুদ্ধের সংগঠক মরহুম আব্বাছ আলী খানের সন্তান পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. নজরুল ইসলাম খান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মনির হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ সুহেল মাহমুদ, সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহমুদা আক্তার, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো. নুরুল আমিন, ডেপুটি কমান্ডার আব্দুল মতিন, সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো. আইয়ুব আলী প্রমুখ।