নিজস্ব প্রতিবেদক:৩০ মার্চ-২০১৯,শনিবার।
রাজধানীর গুলশান-১ এর ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনায় আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সঙ্গে অভিযানে নেমেছে সেনাবাহিনী ও নৌবাহিনী। পাশাপাশি ফায়ার সার্ভিসের ২০টি ইউনিটের সঙ্গে হাতে হাত মিলিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে সাধারণ মানুষও। এরপর একে একে আরও ইউনিট সেখানে যোগ দেয়। সব মিলিয়ে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট কাজ করছে।
এর আগে আজ শনিবার (৩০ মার্চ) ভোর ৫টা ৪৮ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয়। প্রাথমিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে কয়েকটি দোকান পুড়ে গেছে বলে জানা গেছে।
প্রাথমিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদফতরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার আতাউর রহমান বলেন, এখনো আগুনের লাগার কারণ জানা যায়নি।
ফায়ার সার্ভিস সূত্র জানিয়েছে, আগুন নিয়ন্ত্রণে প্রথমে তাদের ১১টি ইউনিট কাজ শুরু করে। আগুন নিয়ন্ত্রণে তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে।
এর আগে ২০১৭ সালের ৩ জানুয়ারি ভোরবেলা একই মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। সেবার মার্কেটটির বহু দোকান পুড়ে ছাই হয়ে গিয়েছিল। এরপর অস্থায়ীভাবে দোকান তৈরি করে মার্কেটটি চালু করা হয়।