স্পোর্টস ডেস্ক ২০ এপ্রিল ২০১৯,
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চলতি আসরে দুর্দান্ত খেলছেন ওয়েস্ট ইন্ডিজের দুই তারকা ক্রিকেটার ক্রিস গেইল ও আন্দ্রে রাসেল। খুনে ব্যাটিংয়ের রহস্য নিয়ে নিজেই মুখ খুললেন আন্দ্রে রাসেল।
বলে বলে ছক্কা হাঁকানো প্রসঙ্গে কলকাতা নাইট রাইডার্সের ক্যারিবীয় অলরাউন্ডার আন্দ্রে রাসেল বলেন, ‘আমি গেইলকে দেখেই মারতে শিখেছি। বলতে পারেন ‘ইউনিভার্স বস’ই আমার বদলে যাওয়ার প্রেরণা।’
চলতি আইপিএলে ইতিমধ্যে নয় ম্যাচে ১৭১ বল খেলে ২২০ স্ট্রাইকরেটে ৭৫.৪০ গড়ে ৩৭৭ রান সংগ্রহ করেন রাসেল। শুধু তাই নয়! বল হাতেও ব্যাটসম্যানদের ত্রাসে পরিণত হয়েছেন রাসেল। নয় ম্যাচে তার শিকার ৭ উইকেট।
ধারাবাহিক পারফর্ম করে যাওয়ার রহস্য নিয়ে আন্দ্রে রাসেল বলেন, ‘পাওয়ার হিটিংয়ের দিক থেকে ক্রিস গেইলই আমার জীবনটা বদলে দিয়েছে। আমি ওর কাছ থেকে অনেক কিছু শিখেছি।’
ওয়েস্ট ইন্ডিজের এই অলরাউন্ডার আরও বলেন, ‘আগে আমি হালকা ব্যাট দিয়ে খেলতাম। কিন্তু হালকা ব্যাটে খেললে যেখানে নিয়ে বল ফেলতে চাইতাম তা হতো না। ২০১৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের সময় ক্রিস গেইল এসে আমাকে বলল, তুমি আরও ভালো খেলার সামর্থ রাখো। এখন থেকে ভারি ব্যাট ব্যবহার কর। গেইলের পরামর্শে আমি সফলতা পেয়েছি।’