
আবুল হোসেন, রাজবাড়ী জেলা প্রতিনিধি :০৯ অক্টোবর-২০২২,রবিবার।
জাতীয় তামাক মুক্ত দিবস ২০২২ উপলক্ষে বাংলাদেশ তামাক বিরোধী জোট(বাটা), ডাব্লিউ বিবি ট্রাস্ট ও ডাস্ বাংলাদেশের উদ্যোগে ” তামাকজাত দ্রব্য বিক্রয়ে লাইসেন্সিং ব্যবস্থা বাধ্যতামূলক করা হোক” শীর্ষক দাবীতে গোয়ালন্দ বাসস্ট্যান্ডে এক অবস্থান কর্মসূচী পালন করা হয়েছে।
৯ অক্টোবর রোববার সকাল ১১ টার দিকে ঢাকা -খুলনা মহাসড়কের গোয়ালন্দ বাজার বাসষ্ট্যান্ডে এ অবস্থান কর্মসূচী পালন করা হয়।
অবস্থান কর্মসূচীতে উপস্থিত ছিলেন- সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজের অধ্যাপক আবুল কালাম আজাদ, বাংলাদেশের ওয়ার্কার্স পাটির গোয়ালন্দ উপজেলার শাখার সাধারণ সম্পাদক শুকুমার মন্ডল, রাজবাড়ী রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও দৈনিক যুগান্তরের জেলা প্রতিনিধি হেলাল মাহমুদ, ডাস্ বাংলাদেশের সভাপতি অধ্যাপক আমিরুল ইসলাম সহ বিভিন্ন স্থানীয় তামাক বিরোধী যোদ্ধারা। অবস্থান কর্মসূচি শেষে ডাস বাংলাদেশের পক্ষ থেকে মানুষের মাঝে লিফলেট বিতরণ করা হয়।