মুক্তার হাসান,টাঙ্গাইল প্রতিনিধি:২০২২,মঙ্গলবার।
নজ্বালানী তেলসহ দ্রব্যমূল্যের উর্ধ্বগতি, বিদ্যুতের ভয়াবহ লোডশেডিং এবং ভোলায় পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ জেলা ছাত্রদল সভাপতি নূরে আলম ও স্বেচ্ছাসেবক দলের নেতা আব্দুর রহিমের মৃত্যুতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে গোপালপুর উপজেলা বিএনপি। মঙ্গলবার সকালে পৌর শহরের আভূঙ্গী আমতলা মোড়ে এ সমাবেশ করা হয়। উপজেলা বিএনপির আহবায়ক খন্দকার জাহাঙ্গীর আলম রুবেলের নেতৃত্বে সমাবেশে বক্তব্য দেন সদস্য সচিব আমিনুল ইসলাম, যুগ্ম আহবায়ক আবু ঈসা মুনিম, সাইফুল ইসলাম লেলিন ও ভিপি গোলাম রোজ তালুকদার, পৌর বিএনপির আহবায়ক খালিদ হাসান উত্থান, শহর বিএনপির সদস্য সচিব চাঁন মিয়া, সিনিয়র যুগ্ম সচিব ইবনে খালিদ, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাকির হোসেন প্রিন্স, শ্রমিক দলের সভাপতি আমিনুল ইসলাম প্রমূখ। বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।