টাঙ্গাইল প্রতিনিধি ঃ ২৬ অক্টোবর-২০২২,বুধবার।
গোপালপুর উপজেলায় ২৫৬জন বীরমুক্তিযোদ্ধাকে স্মার্টকার্ড ও সনদ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে মুক্তিযোদ্ধা সমাবেশে এসব বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভেজ মল্লিকের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য ছোট মনির। বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম ও সমরেন্দ্রনাথ সরকার বিমল, ওসি মোশারফ হোসেন, প্রেসক্লাব সভাপতি জয়নাল আবেদীন প্রমূখ। উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাজনীন সুলতানা, ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম লাভলু ও আনিসুর রহমান তালুকদার হীরা, মহিলা আওয়ামী লীগের সভাপতি আয়েশা আকতার শিখাসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।