
আবুল হোসেন,রাজবাড়ী জেলা প্রতিনিধি :১৭ অক্টোবর-২০২২,সোমবার।
রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়ায় বসতবাড়িতে অগ্নিকান্ডের ঘটনায় দগ্ধ হয়ে একই পরিবারের দুই জনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন দৌলতদিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের আনছার বেপারীর পাড়া গ্রামের মো. রমজান মোল্লার মেয়ে তাসমিয়া (৯) ও তার দাদী বডু বেগম (৯০)।
১৬ অক্টোবর রোববার দিনগত রাত সাড়ে ৯টার দিকে এই মর্মান্তিক দূর্ঘটনা ঘটে।
স্থানীয় ইউপি সদস্য ফজলুল হক ব্যাপারী জানান, প্রতিদিনের মত রোববার রাতে ঠান্ডু মোল্লার মা বরু বেগম ও তার নাতনি তাসমিয়া ঘুমিয়ে ছিল। এসময় বৈদ্যুতিক সকসার্কিটের কারণে অগ্নিকান্ডের সুত্রপাত হয়। মুহুর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়লে পাশের ঘরে থাকা গ্যাস সিল্ডিল্ডারের বিস্ফোরণ হয়। এতে ঘটনাস্থলেই ঘুমন্ত অবস্থায় বরু বেগম ও শিশু তাসমিয়া অগ্নিদগ্ধ হয়ে মারা যায়। খবর পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসের কর্মী ও থানা পুলিশ ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে এবং নিহতদের লাশ উদ্ধার করে।
গোয়ালন্দ ঘাট থানার ওসি স্বপন কুমার মজুমদার জানান, বৈদ্যুতিক সকসার্কিটের কারণে অগ্নিকান্ডে একই পরিবারের দু’জনের মৃত্যুর পাশাপাশি দু’টি বসত ঘর ও ঘরে থাকা সমস্ত জিনিসপত্র পুড়ে গেছে।