আবুল হোসেন গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি:০৪ ফেরুয়ারী-২০২০,মঙ্গলবার।
রাজবাড়ীর গোয়ালন্দে মঙ্গলবার আজাদ সরদার ওরফে আজিম (২৫) নামের এক স্কুল শিক্ষককে ইয়াবাসহ গ্রেফতার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ। সে উপজেলার উজানচর ইউনিয়নের হাবিল মন্ডলের পাড়া গ্রামের ইসমাইল সরদারের ছেলে ও গোয়ালন্দ মুনস্টার কলেজিয়েট স্কুলের সহকারী শিক্ষক।
থানা পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সকাল সোয়া ৯টার দিকে উপজেলার মাখন রায়ের পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে আজাদ সরদারকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
মুনস্টার কলেজিয়েট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আলহাজ্ব আ. হামিদ জানান, আজিম প্রায় দুই বছর যাবত তার শিক্ষা প্রতিষ্ঠানে সহকারী শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। মাদক সহ তার গ্রেফতার হওয়ার বিষয়টি জেনে কর্তৃপক্ষ জরুরী সভা করে তাকে শিক্ষকের পদ থেকে বহিষ্কার করার সিদ্ধান্ত নিয়েছে।
গোয়ালন্দ ঘাট থানার ওসি আশিকুর রহমান জানান, গ্রেফতারকৃত ব্যাক্তির বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে রাজবাড়ীর আদালতে পাঠানো হয়েছে।