
আবুল হোসেন,রাজবাড়ী জেলা প্রতিনিধি :
রাজবাড়ীর গোয়ালন্দে এক ঘন্টার প্রতীকী ইউএনও হলে স্কুল ছাত্রী ফারজানা আক্তার। সে উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের বীরমুক্তিযোদ্ধা ফকীর আ. জব্বার গালর্স স্কুলের দশম শ্রেণির ছাত্রী। সামছু মাষ্টার পাড়া গ্রামের রবিন শেখ এবং সখিনা বেগমের কন্যা।
গার্লস টেকওভার ২০২২, কর্ম জীবি কল্যান সংস্থা (কেকেএস) ও প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় এবং সুইডিশ ইন্টার ন্যাশনাল ডেভেলপমেন্ট এজেন্সির সিডার অর্থিক সহযোগিতায় কর্মসূচীর অংশ হিসেবে এ দায়িত্ব নেন তিনি।
সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত এক ঘন্টার জন্য প্রতীকী নির্বাহী অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন।
স্কুল ছাত্রী ফারজানা আক্তার বলেন,এক ঘন্টার প্রতীকী উপজেলা নির্বাহী অফিসার হিসেবে দায়িত্ব পালন করায় খুব আনন্দ অনুভব করছি। সমাজের নেতৃস্থানীয় জায়গাগুলোতে মেয়েদের অংশগ্রহণের জন্য কাজ করার অঙ্গীকার করছি। ভালো করে পড়াশোনা করে দেশের সেবা করা এমন কিছু কাজের সাথে যুক্ত হতে চাই। এ সময় তিনি কন্যা শিশুর সমান অধিকার, বাল্য বিবাহ, মাদক সহ নানা বিষয়ে কথা বলেন।
গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার মো. জাকির হোসেন বলেন, একসময় শিশুরাই সমাজ ও দেশের বিভিন্ন বড় জায়গায় আসবে, সমাজকে নেতৃত্ব দেবে। এই ধরনের কর্মসূচীর মাধ্যমে কিশোরী, কন্যা শিশুরা উৎসাহিত হবে। তিনি এই ধরনের অনুষ্ঠান আয়োজন করার জন্য আয়োজকদের ধন্যবাদ জানান। এবং উপস্থিত শিক্ষার্থীদের ভালো করে লেখাপড়া করা পরামর্শ প্রদান করেন। এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বই তুলে দেন।