
আবুল হোসেন, রাজবাড়ী জেলা প্রতিনিধি :১২ অক্টোবর-২০২২,বুধবার।
রাজবাড়ীর গোয়ালন্দে গণস্বাস্থ্য কেন্দ্রে দৌলতদিয়া প্রকল্পের আয়োজনে এসটিডি, এইচআইভি সহ যৌনবাহিত রোগ প্রতিরোধে উম্মক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১২ অক্টোবর বুধবার দুপুর ১২ ঘটিকার সময় উপজেলা পরিষদের হল রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো জাকির হোসেনের সভাপতিত্বে উম্মক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস পারভীন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সৈয়দ আমিরুল হক শামীম, সমাজ সেবা কর্মকর্তা মো রুহুল আমিন,যুব উন্নয়ন কর্মকর্তা মো তোফায়েল হোসেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. নাজনীন নাহার নীরা,গনস্বাস্থ্য কেন্দ্রর চিকিৎসক ডা. সৌরভ কুমার বিশ্বাস,মুক্তি মহিলা সমিতির নির্বাহী পরিচালক মর্জিনা বেগম, পায়াক্ট বাংলাদেশ ম্যানেজার মজিবুর রহমান জুয়েল, গনস্বাস্থ্য কেন্দ্র দৌলতদিয়া প্রকল্পের ম্যানেজার জুলফিকার আলি, সাংবাদিকগন অংশ গ্রহন করেন। উম্মক্ত আলোচনায় এসটিডি, এইচআইভি ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি করার আহবান জানান হয়।