
আবুল হোসেন,রাজবাড়ী জেলা প্রতিনিধি :০৪ নভেম্বর-২০২২,শুক্রবার।
রাজবাড়ীর গোয়ালন্দে জমি নিয়ে বিরোধে একজনকে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।নিহত ব্যাক্তির নাম মোঃ মন্জু শেখ (৪৫)। তিনি উপজেলার উজানচর উনিয়নের নাসির মাতুব্বর পাড়ার আকবর শেখের ছেলে। এ ঘটনায় নিহত মন্জু শেখের ছোট ভাই নজরুল শেখ গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে।
বৃহস্পতিবার (৩ নভেম্বর) সকালে মম্জু শেখের বাড়ির পাশে মাঠের মধ্যে এ ঘটনা ঘটে।
জানা যায়, প্রতিবেশী তারা দেওয়ানের তিন ছেলের সাথে জমির সীমানা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ ছিল মন্জু শেখদের। বিরোধপূর্ণ জমিতে বৃহস্পতিবার সকালে মন্জু শেখ ও তার ছোট ভাই নজরুল শেখ পেয়াজ লাগাতে যায়। এ সময় তারা দেওয়ানের তিন ছেলে লতিফ দেওয়ান, মতি দেওয়ান, রকন দেওয়ানসহ তাদের ছেলেরা মিলে ছাবল কুদাল ও কুড়াল, দা নিয়ে দুই ভাইয়ের উপর হামলা করে।
হামলার সময় মন্জু শেখের বাবা আকবর শেখ এগিয়ে গেলে তার উপরও হামলা করা হয়। হামলায় মন্জু ও নজরুল গুরুত্বতর আহত। উন্নত চিকিৎসার জন্য দুই ভাইকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে বৃহস্পতিবার দিবাগত রাতে মন্জু মারা যায়।
এ ঘটনার পর থেকে অভিযুক্তরা সকলে বাড়ি ছেড়ে পালিয়েছে। নিহতের পরিবারে চলছে শোকের মাতম। গোয়ালন্দ ঘাট থানার ওসি স্বপন কুমার মজুমদার জানান, মরদেহ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে।