
আবুল হোসেন,রাজবাড়ী জেলা প্রতিনিধি :
প্রশিক্ষিত যুব উন্নত দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ”-এ প্রতিপাদ্য সামনে রাজবাড়ীর গোয়ালন্দে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১ নভেম্বর মঙ্গলবার সকাল১০ ঘটিকার সময় উপজেলা প্রশাসনিক ভবনের সামনে থেকে র্যালি নিয়ে ঢাকা খুলনা মহাসড়কের রাস্তা পর্ষন্ত প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে গিয়ে শেষ হয় উপজেলার হল রুমে উপজেলা নির্বাহী অফিসার মো. জাকির হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো মোস্তফা মুন্সী, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস পারভীন, আরো উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মো আশরাফুর রহমান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সৈয়দ আমিরুল হক শামীম যুব উন্নয়ন কর্মকর্তা দেওয়ান তোফায়েল হোসেন, উপজেলার বিভিন্ন ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ সহ বিভিন্ন ইউনিয়ন থেকে আমন্ত্রিত যুবক-যুবতী এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ। আলোচনা সভায় যুব দিবস উপলক্ষে বিভিন্ন বিষয়ে বক্তব্য রাখেন। এবং প্রশিক্ষিত যুব যুবতীদের মাঝে দশ লক্ষ ষাট হাজার টাকার চেক বিতরণ করা হয়